শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ রানা: প্রেসিডেন্ট লুকাশেনকো, বেলারুসে বেলা শেষ!

মাসুদ রানা: আজ সকালে বেলারুসীয় প্রেসিডেণ্ট আলেক্সান্দার লুকাশেনকো রাজধানী মিনস্কের একটি ট্রাক কারখানায় শ্রমিকদের মধ্যে বলেছিলেন, তাকে হত্যা না করা অবধি গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনটি আর পুনরানুষ্ঠিত হবে না। তার ভাষায়ঃ We have held the election. There will be no other elections, as long as you dont kill me অর্থাৎ, ‘আমরা নির্বাচন অনুষ্ঠিত করেছি। যতোক্ষণ পর্যন্ত আপনারা আমাকে হত্যা করছেন না, ততোক্ষণ পর্যন্ত আর অন্য কোনো নির্বাচন হবে না।’ কিন্তু কয়েক ঘণ্টা পরে প্রেসিডেন্ট লুকাশেনকো এ্যাবাউট-টার্ণ করে বলছেন নির্বাচন হতে পারে গণভোটের মাধ্যমে একটি নতুন সংবিধানের অধীনে।

রুশ সংবাদ-মাধ্যম আরটি প্রেসিডেন্ট লুকাশেনকোকে উদ্ধৃত করে জানায় : This is what will happen„ We need to adopt a new constitution – that is what you wanted, he said while facing a crowd of striking workers. You need to adopt it via a referendum since this was how the previous constitution was approved. Under this new constitution, elections could be held – parliamentary, presidential and local – if that is what you want. অর্থাৎ, ‘যা ঘটবে, তা হচ্ছে এই আমাদের দরকার একটি নতুন সংবিধান গ্রহণ - এটিই আপনার চেয়েছেন।
আপনাদেরকে এটি গ্রহণ করতে হবে একটি গণভোটের মাধ্যমে, কারণ গত সংবিধানও এভাবেই অনুমোদিত হয়েছিলো। এই সংবিধানের অধীনে নতুন নির্বাচন হতে পার - পার্লামেন্টারী, প্রেসিডেনশিয়্যাল, স্থানীয়- যদি এটিই আপনারা চান’ অবস্থা দৃশ্যে মনে হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুসের ২৬ বছর ধরে প্রেসিডেন্ট থাকা আলেক্সান্দার লুকাশেনকোকে জনগণের ইচ্ছার বিরুদ্ধে আর ক্ষমতায় লটকে থাকায় সমর্থন করছেন না। বেলারুস-প্রেসিডেন্ট লুকাশেনকোর প্রতি রুশ-প্রেসিডেন্ট পুতিনের যে সমর্থন নেই, তা ধারণা করা যায় রাশিয়ার স্টেইট দুমা ডেপুটি কনস্তানতিন জ্যাকুলিন রুশ সংবাদ-মাধ্যম গ্যাজেতে দেওয়া বিবৃতিতে বলেছন, গত ৯ই অগাস্টে অনুষ্ঠিত নির্বাচনের ফল হচ্ছে সম্পূর্ণ মিথ্যায়ন। বুঝা যাচ্ছে, বেলারুসে বেলা শেষ হয়ে এসেছে ২৬ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেনকোর। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়