শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রফিক আল-হারিরি হত্যায় হিজবুল্লাহ সদস্য সেলিম আয়াশ দোষী সাব্যস্ত: আদালত

সিরাজুল ইসলাম: [২] নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘ সমর্থিত স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবানন মঙ্গলবার এ আদেশ দেন। বিচারক ডেভিড রি ২ হাজার ৬০০ পৃষ্ঠা রায়ের সারাংশ পড়েন। রয়টার্স

[৩] উপযুক্ত প্রমাণের অভাবে আদালত অপর তিন অভিযুক্ত আসাদ সাবরা, হাসান ওনেইসি ও হাসান হাবিব মেরহিকে খালাস দিয়েছেন। অভিযুক্ত চারজনের অনুপস্থিতিতেই বিচারকাজ চালানো হয়। আলজাজিরা

[৪] আয়াশের আইনজীবী তার মুক্তি দাবি করে বলেন, তাকে দোষী সাব্যস্ত করা যায়- এমন প্রমাণ নেই। এ সময় আদালত বলেন, তার বিরুদ্ধে শক্ত প্রমাণ রয়েছে।

[৫] ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি বৈরুতে প্রধানমন্ত্রী রফিক আল-হারিরির গাড়ি বহরে ভয়াবহ বোমা হামলা হয়। এতে তিনিসহ ২২ জন নিহত হন। আহত হন অন্তত ২০০ জন। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করা হয়। পরিকল্পনার জন্য দায়ী করা হয় ইরান সমর্থিত হিজবুল্লাহকে। তবে আদালত এ হত্যাযজ্ঞে সংগঠনটির সম্পৃক্তা পায়নি। এ হামলায় সিরিয়ার হাত থাকতে পারে বলেও মনে করা হয়। রফিক আল-হারিরি সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি বাবা।

[৬] বিচারক ডেভিড রে বলেন, সেটা একটা সন্ত্রাসী কার্যক্রম ছিলো। এর উদ্দেশ্যে ছিলো মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা। এ ধরনের কাজ করতে পারে কেবল প্রখর বুদ্ধি সম্পন্ন গোষ্ঠী। এ জন্য দীর্ঘদিন পরিকল্পনা করেছে তারা। এটা সুপরিকল্পিত হামলা। সামরিক বাহিনীর আরও নির্ভুলতা প্রয়োজন ছিলো। সিএনএন

[৭] বিচারক জানেত নসওয়ার্থি বলেন, আয়াশের ফোন রেকর্ড প্রমাণ করে- তিনি হামলাকারীদের সঙ্গে যুক্ত।

[৮] লেবানন কর্তৃপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে। সাদ হারিরি বলেন, তিনি রায়ে খুশি। দোষীদের বিচার হোক- এটাই প্রত্যাশা করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়