শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধি, বাড়তি ভাড়ায় শর্ত লঙ্ঘনের অভিযোগ যাত্রীদের

শরীফ শাওন: [৩] যাত্রীদের অভিযোগ, রাজধানীর সকল রুটেই অধিকাংশ গণপরিবহনে অরাজকতা চলছে। তারা বলছেন, স্বাস্থ্যবিধির নামে বাড়তি ভাড়ার জায়গায় নেয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া। প্রথমদিকে স্যাভলন পানির ব্যবস্থা রাখলেও এখন তার বালাই নেই। একটি করে আসন ফাঁকা রাখার কথা থাকলেও তা নির্ভর করে যাত্রীসংখ্যার উপর।

[৪] যাত্রী আব্দুল হাকিম বলেন, হাতিরপুল থেকে স্মার্ট উইনার বাসে উঠার সময় কোন ধরনের হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা পাইনি। সকল সিটেই যাত্রী বসা ছিল। দাঁড়িয়েও যাত্রী নেওয়া হয়েছে ।

[৫] আরেক যাত্রী তাপসী রাবেয়া বলেন, ট্রান্সিলভা পরিবহনে ধানমন্ডি থেকে মৎসভবন পর্যন্ত স্বাভাবিক ভাড়া ১৫ টাকা। ৬০ শতাংশ বৃদ্ধির নির্দেশনা থাকলেও তারা ৪০ টাকা ভাড়া রেখেছেন।

[৬] বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, কোভিড-১৯ সংকটে কর্মহীন ও আয় কমে যাওয়া সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে।

[৭] ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, যাত্রীদের চাপ বাড়ার সঙ্গে কিছু লোকাল বাস, সিটিং সার্ভিস ও দুরপাল্লার বাসগুলোতে অনিয়ম দেখা হচ্ছে। এ বিষয়ে কয়েকটি আলোচনা হয়েছে এবং প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছেন। নির্দেশনা দিলেও দেশের বাসগুলোকে পাহারা দিয়ে রাখা অসম্ভব। কিছু যাত্রী জোর করে বাসে উঠেন। স্বাভাবিক নিয়মে ফিরতে সরকারকে চিঠি দিয়েছি। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়