শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবায়নযোগ্য জালানি শক্তি চীনের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা আরো বাড়বে

রাশিদ রিয়াজ: [২] যুক্তরাষ্ট্র নবায়নযোগ্য জালানি ব্যবহারের সিদ্ধান্ত নেয়ার পর এজন্যে প্রয়োজনীয় উপকরণ তৈরির জন্যে দেশটিকে ভরসা করতে হবে চীনর খনিজ সম্পদের ওপর। দুই দশক আগে এধরনের জালানি ব্যবহারের পরিমান ছিল ৪ শতাংশ অথচ গত বছর তা বৃদ্ধি পেয়েছে ১১.৪ শতাংশে। আরটি

[৩] বায়ুচালিত বিদ্যুৎ যন্ত্র, সৌর প্যানেল, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, সেলফোন, কম্পিউটার, মেডিকেল যন্ত্রপাতি, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও তেল ও গ্যাস প্রযুক্তির উপকরণ তৈরির জন্যে বিশে^র বিরল উপদানের ৮০ শতাংশই চীন যুক্তরাষ্ট্রে রফতানি করে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমদানিকৃত যে ৩৫টি খনিজের তালিকা প্রকাশ করে তারমধ্যে অন্তত ১৪টি পুরোপুরি চীন থেকে আমদানি করা হয়। বাকি ১০টি খনিজের ৭৫ শতাংশ আসে চীন থেকে। এসব খনিজ যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্যে খুবই গুরুত্বপূর্ণ।

[৪] মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য বলছে চীন ৮০ শতাংশ খনিজ সরবরাহ করে যা নবায়নযোগ্য জালানি উৎপাদনের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়। যদিও যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ১৮ হাজার টন ও এরপরের বছর ২৬ হাজার টন খনিজ সম্পদ উৎপাদন করে এবং তা ব্যবহার করে উৎপাদিত যন্ত্রাংশের পুরোটাই রফতানি করে দেশটি। তিন দশক আগেও যুক্তরাষ্ট্র এধরনের খনিজ উৎপাদনে শীর্ষে থাকলেও এখন সপ্তম স্থানে নেমে এসেছে।

[৫] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন জয়ী হলে ৫ ট্রিলিয়ন ডলারের দূষণমুক্ত জালানি প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। এবং তা সম্ভব হলে এজন্যে কাঁচামাল আমদানির জন্যে চীনের ওপরই যুক্তরাষ্ট্রকে ভরসা করতে হবে। ২০৫০ সালের মধ্যে দূষণমুক্ত জালানিতে চলে যেতে হলে আগামী একদশকে ১.৭ ট্রিলিয়ন ডলার প্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং সেক্ষেত্রে চীনের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা আরো বাড়বে। বাইডেন বেসরকারিখাতে নবায়নযোগ্য জালানি উৎপাদনের জন্যে কর রেয়াতের সুযোগ দেয়ার কথা বলেছেন। সেক্ষেত্রে চীন এ ধরনের খনিজ সম্পদকে কৌশলগত পণ্য হিসেবে বিবেচনা করছে। অর্থাৎ সত্যি যুক্তরাষ্ট্রকে জালানি স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্যে চীনের ওপর আরো ভরসার কোনো বিকল্প নেই।

[৬] সিনেট এনার্জি এন্ড ন্যাচারাল রিসোর্স কমিটির চেয়ারম্যান লিসা মুরকোওস্কি চীনের ওপর এধরনের খনিজ নির্ভরতা কমিয়ে স্বাবলম্বি হবার কথা বলেছেন। যুক্তরাষ্ট্র তেলের চাহিদার অর্ধেকই আমদানি করে ৩’শ বিলিয়ন ডলার খরচ করে। স্যানফোর্ড ইউনিভার্সিটির ড. অরুন মজুমদার বলেন জালানিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারলে এ অর্থ কর্মসংস্থান সৃষ্টিতে খরচ করা যায়।
কিন্তু বাস্তবতা হচ্ছে সত্তরের দশকে মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারের শাসনামলে যুক্তরাষ্ট্র জালানি স্বয়ংসম্পূণতা অর্জনের চেষ্টা করে আসলেও তা সম্ভব হয়নি। কারণ অবিচ্ছিন্নভাবে তেল সংকট, দরপতন কখনই নবায়নযোগ্য জালানির ওপর স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক হয়ে ওঠেনি। সিংহভাগ মার্কিন নাগরিকরা মনে করেন দেশটির সরকারের উচিত বিকল্প জালানি শক্তির বিকাশে মনোনিবেশ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়