শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা ব্যাংকের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে: এসবিএসি ব্যাংক

মো. আখতারুজ্জামান : সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৯ সালের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়।

ব্যাংকটির চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের সভাপতিত্বে ভার্চ্যুয়াল প্লাট ফরমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক, পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, আব্দুল কাদির মোল্লা, ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আমজাদ হোসেন বলেন, করোনা মহামারিতে ব্যবসা বাণিজ্যের মন্দাভাব আর বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নেমে এসেছে অস্বাভাবিক স্থবিরতা। ইতোমধ্যে আইএমএফ পূর্বাভাস দিয়েছে যে বৈশ্বিক জিডিপি এ বছর ৪.৯ শতাংশ কমে যাবে, যদিও বিশ্বব্যাংক মনে করে, বৈশ্বিক অর্থনীতি ৫.২ শতাংশ সংকুচিত হবে।

তিনি বলেন, বিগত বছরটি ব্যাংকিং খাতের জন্য ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বছর, সিঙ্গেল ডিজিট সুদহার কার্যকর করতে গিয়ে আমানত ও ঋণের সুদহার কর্তনসহ নানাবিধ পলিসি প্রবর্তন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী বলেন, বিগত বছরটি ব্যাংকিং খাতের জন্য ভিষণ চ্যালেঞ্জিং ছিল। ব্যবসায় বাণিজ্যে মন্দা ও নন-পারফর্মিং লোনের ঊর্ধ্বমুখী প্রবণতা ব্যাংক ব্যবসার ক্ষেত্রে বেশ প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করেছে।

সভায় জানানো হয়, এসবিএসি ব্যাংক ২০১৯ সালে বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। ২০১৯ সালে ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ২২৭ কোটি টাকা, যা ২০১৮ সালের তুলনায় ১১.৫৭ শতাংশ বেশি। ২০১৯ সালে ব্যাংকের মোট সম্পদ দাঁড়ায় ৮ হাজার ৪৫৬ কোটি টাকা, যা ২০১৮ সালের তুলনায় ১৯ দশমিক ৬৮ শতাংশ বেশি। ২০১৯ সালে ব্যাংকের আমানত ছিল ৭ হাজার ১৫৪ কোটি টাকা; যা এর আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ছিল ২০ দশমিক ৬৩ শতাংশ। ২০১৯ সালে ব্যাংকের নীট মুনাফা হয়েছে ৯৬.৭৬ কোটি টাকা এবং আর্নিং পার শেয়ার উন্নীত হয়েছে ১.৫৫ টাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়