শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প শুরু ২১ সেপ্টেম্বর; দল হবে ২০-২২ সদস্যের

রাহুল রাজ: [২] আগামী ২৩ সেপ্টেম্বর (সম্ভাব্য) শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আর সেই সফরের আগে ২১ সেপ্টেম্বর হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। তবে তার আগে ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে ২০-২২ সদস্যের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর বাসায় গিয়ে তামিম-মুশফিকদের করা হবে করোনা টেস্ট।

[৩] তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে তিন দফায় হবে এই টেস্ট। আর যারা কোভিড-১৯ টেস্টে পজিটিভ হবেন, তাদের রাখা হবে আইসোলেশনে। এছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে কোচিং স্টাফরা ফিরবেন দেশে।

[৪] মঙ্গলবার (১৮ আগস্ট) বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, “আমরা ১৮ সেপ্টেম্বর সবার বাসায় গিয়ে কোভিড টেস্টের জন্য নমুনা সংগ্রহ করব। তারপর আমরা ২০ তারিখের দিকে হোটেলে ওঠার চিন্তাভাবনা করছি।

[৫] অনুশীলন করব আমরা ২১ তারিখ থেকে। কিছুদিন অনুশীলন করার পর আমরা শ্রীলঙ্কা যাব। হয়ত ১০-১৫ তারিখের দিকে আমরা দল দিব। প্লেয়ারদের সংখ্যাটা আমরা বাড়াব। ২০-২২ জনের চিন্তাভাবনা করছি।”

[৬] “কেননা কোভিড নিয়ে আমাদের মনে হচ্ছে যত সহজ সবাই ভেবেছে ততটা সহজ না। অনেকগুলো পরীক্ষা আছে, অনেকগুলো অপশন আমরা ভেবেছি। এর মধ্যে পরীক্ষা হতেই থাকবে। দীর্ঘ সফর। করোনা পরীক্ষা কিন্তু ঘনঘন হবে। ১৮ তারিখ করব, ২১ তারিখ করব, যাওয়ার আগে করব। আবার সেখানে গিয়ে করবে। যতটুকু জানি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও ঘনঘন টেস্ট করাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়