শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈবাহিক সম্পর্ক অবিচ্ছিন্ন রাখতেই কাজ করছে ‘নো ডির্ভোস’ : আরজে অরণ্য

এসআই রাজ : সাত বছর আগে একটি বেসরকারি রেডিওতে ‘ক্যাম্পাস’ শিরোনামের প্রোগ্রাম দিয়ে যাত্রা শুরু করেছিলেন এসময়ের জনপ্রিয় আরজে ডিএস অরেণ্য। তারপর একে একে বেশ কয়েকটি প্রোগ্রাম উপস্থাপনার মাধ্যমে শ্রোতাদের মন জয় করেন তরুণ এই আরজে।

২০২০ সালে ঠিক তেমনি ইউনিক একটি কনসেপ্ট নিয়ে সিটি এফএমে ‘নো ডিভোর্স’ শিরোনামে প্রোগ্রাম শুরু করেছেন অরণ্য। প্রোগ্রামটির প্রতিপাদ্য বিষয় প্রতিটি সংসার হোক সুখের। প্রতিটি সন্তান বেড়ে উঠুক তার বাবা-মার আদর ভালোবাসা আর শাসনে।

বিয়ের পর সংসার জীবনে নানা ধরনের গল্প থাকে। যেখানে থাকে আশা-ভালোবাসা-হতাশা বা নিরাশার গল্প। কখনও কখনও সেই গল্পের মোড় ‘ডিভোর্স’এর পর্যায়ে চলে আসে। এমন চরম পরিস্থিতিতে সব অভিযোগ ভুলে দুজন মানুষ আবারও বাঁচার স্বপ্ন নিয়ে এক হয়। এই গল্পগুলো নিয়েই সাজানো হয়েছে ‘নো ডিভোর্স’।

প্রতি শুক্রবার রাত ৯টায় সিটি এফএমে প্রোগ্রামটি প্রচারিত হয়। জুনের ১৯ তারিখ থেকে শুরু হয়ে প্রোগ্রামটি ইতোমধ্যে ৭ম পর্ব শেষ করেছে।
‘নো ডিভোর্স’ নিয়ে আরজে অরণ্য বলেন, ‘রেডিওতে ক্যারিয়ার শুরুর প্রথম থেকেই ভাবতাম এমন একটি শো করবো যেখানে, একজন স্বামী-স্ত্রী তার সংসার জীবনের অভিজ্ঞতা, নানা বাধা-বিপত্তি পেরিয়ে একসাথে আছে সেই গল্প করবে। একটু সময় লাগলেও হয়তো তেমন একটি শো উপহার দিতে পারছি আমার শ্রোতাদেরকে।’

তিনি আরও বলেন, ‘আমি চাই কোনো সন্তান যেন তার বাবা মায়ের আদর-যত্ন ছাড়া বেড়ে না ওঠে। আমি চাই প্রতিটি সংসার হোক সুখের। একজন স্বামী তার স্ত্রী আর একজন স্ত্রী তার স্বামীকে ভালবাসা দিয়ে বেঁচে থাকুক। ‘নো ডিভোর্স’ এর মাধ্যমে যদি একটি পরিবারকে আমি অবিচ্ছিন্ন রাখতে পারি সেটাই হবে আমার প্রাপ্তি। প্রোগ্রামটিকে আমি রাষ্ট্রীয় স্বীকৃতি পাবার উপযুক্ত করে গড়ে তুলতে চাই।'

আরজে ডিএস অরণ্য বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান আকিজ গ্রুপের আকিজ সিরামিকে কর্মরত আছেন। কর্পোরেট সেক্টরেও তিনি সফলতার সাথে কাজ করে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়