শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা কলকাতা ফ্লাইটের বিষয়ে এখনো সরকার থেকে সিদ্ধান্ত পায়নি বিমান সংস্থাগুলো

লাইজুল ইসলাম : [২] কোভিড অতিমারির কারণে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিমান চলাচল বন্ধ আছে মার্চ মাস থেকে। বন্ধু রাষ্ট্র ভারতের একই সময় বন্ধ হয় আকাশ পথে যাতায়াত। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশীদের জন্য উন্মুক্ত করেছে বর্ডার। তিনটি শর্ত পালন করে সেদেশে যেতে হবে বাংলাদেশী নাগরিকদের। তবে এখন পর্যন্ত বিমানে যাতায়াতের বিষয়ে কিছুই জানায়নি বাংলাদেশ ও ভারতের সরকার।

[৩] নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আকাশ পথে চলাচলের বিষয়ে তাদের কাছে কোনো ধরনের নির্দেশনা নেই।

[৪] ইউএসবাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে যখন আকাশপথে চলাচল বন্ধ হয়েছিলো তখন সর্বনিম্ন ফেয়ার ছিলো দশ হাজারের কিছু বেশি। এটা যাওয়া ও আসা টিকিট। কিন্তু এখন যদি ফ্লাইট চালু হয় তবে এই ভাড়া বাড়তেও পারে। উন্নয়ন ফি ও নিরাপ্ততা ফিতেই এগারো ডলার যোগ হয়েছে। এর সঙ্গে এক সিন ফাঁকা করে যদি ফ্লাইট চালাতে হয় তবে ভাড়া আরো বাড়বে।

[৫] এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এওএবিএর মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহামন বলেন, ভারতের সঙ্গে আকাশপথ উন্মুক্তের কোনো ঘোষণা আমরা পাইনি। সর্বোনিম্ন ফেয়ার যেটা ছিলো সেটা এখন আর থাকতে নাও পারে। ধীরে ধীরে সব কিছুই উন্মুক্ত হচ্ছে। স্বাস্থ্য বিধি মেনে যদি যাত্রী পরিবহন করার অনুমতি পাওয়া যায় তবে এয়ারলাইন্সগুলো সেই অনুযায়ী ব্যবস্থা নিবো ।

[৬] এতদিন বিমান সংস্থাগুলো বিশাল ক্ষতির মুখে পরেছে কোভিডের জন্য। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হচ্ছে। বিমান সংস্থাগুলো আবার ঘুরে দাড়াবে বলে আশা করছেন সংশ্লীষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়