শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তরুণরাই করোনা ছড়াচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লিহান লিমা: [২] মঙ্গলবার এক ভার্চুয়াল বিজ্ঞপ্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, ২০, ৩০ ও ৪০ বছর বয়সীদের দ্বারা খুব সহজেই নভেল করোনাভাইরাস ছড়াচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই জানেন না যে তারা সংক্রমিত, আর এভাবেই তারা বয়স্ক, অসুস্থ ও স্বাস্থ্য সেবার অপ্রতুলতায় ভোগা বাকি ব্যক্তিদের জন্য ঝুঁকি হয়ে উঠছেন। রয়টার্স

[৩ ]হু এর প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক প্রধান তাকাশি কাশাই বলেন, মহামারীর ধরণ পাল্টেছে। উপসর্গবিহীন করোনা দুর্বলদের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে। এর আগে হু সতর্ক করে বলেছিলো, বিশ্বজুড়ে তরুণদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে।

[৪] বিশ্বজুড়ে এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২০ লাখ। মারা গিয়েছেন ৭ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

[৫] কাশাই বলেন, আমাদের পর্যবেক্ষণ বলছে ভাইরাস শুধু পুনরুত্থিতই হচ্ছে না এটি এই বার্তা দিচ্ছে যে, এশিয়া প্রশান্ত অঞ্চলে নতুনধারায় সংক্রমণ হচ্ছে। এই সময় তিনি বলেন, পরীক্ষা, শনাক্তকরণ ও আত্মকেন্দ্রীকরণ করার মাধ্যমে দেশগুলো জীবন ও অর্থনীতি বাঁচাতে পারে।

[৬] এই সময় হু টিকা উৎপাদনের সময় ঔষধ নির্মাতাদের সব ধরণের প্রয়োজনীয় গবেষণা ও হালনাগাদ এবং উন্নয়ন মূলক পদক্ষেপ অনুসরণের পরামর্শ দেয়। হু এর ঔষধ নীতি বিষয়ক কর্মকর্তা সোকোরো এসকালেন্তি জানান, আমরা রাশিয়ার টিকার সক্ষমতা নিয়ে কাজ করছি। আশা করছি সফলতা পাবো। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়