শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওমান প্রবাসী জাফরের হত্যার বিচার চায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

সাইদুল ইসলাম, লন্ডন : [২] করোনা মহামারীর কারণে দেশে আটকে পড়া চট্টগ্রামের পটিয়া এলাকার ওমান ফেরত প্রবাসী মোঃ জাফরকে গত ২৯ জুলাই পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি ও জাফরের পরিবার সেই টাকা না দিতে পারায় দুই দিন পরে ৩১ জুলাই ক্রসফায়ার নাটকের মাধ্যমে তাকে হত্যা করা হয়।

[৩] একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের পুলিশ কর্তৃক দেশের একজন নিরীহ নাগরিককে হত্যার ঘটনা পুরো জাতির জন্য অশনিসংকেত বলে দাবী করে এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ।

[৪] সোমবার (১৭ আগস্ট) প্রবাসী অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক কবির হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবী জানানো হয়।

[৫] প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্বরোচিত ও পাশবিক এই ঘটনায় জাফরের লোমহর্ষক ও করুন মৃত্যুতে সমগ্র প্রবাসী তথা সমগ্র জাতী আজ স্তব্ধ ও গভীরভাবে শোকাহত। আমরা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ, ব্যথিত ও মর্মাহত। নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও নিহতের রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

[৬] রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরণের অপরাধ মূলক কর্মকাণ্ড কখনোই গ্রহণ যোগ্য নয়। "বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ" অতিশীঘ্রই এই অপরাধের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীকে গ্রেপ্তার ও একইসাথে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়