শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহানাজ খুশি: আমরা এখন অভিজ্ঞ করোনা পাহারাদার!

শাহানাজ খুশি: রাতে দেরি করে ঘুমানো হয় বলে, সকালে সবাই ঘুমায়, বাচ্চাদের অনলাইন ক্লাস যেদিন যেদিন থাকে, উঠে পড়ে। দুই ভাই, দুই রুমে ঢুকে পড়ে। আমি কতোক্ষণ নিউজ পড়ি, কাজ করি, চা খাই, আর ওদের জন্য অপেক্ষা করি। বের হলে একসঙ্গে নাস্তা করি। আজ দুই ক্লাস একসাথে ছিলো তাদের। দেরী হবে বের হতে। ওদের বাবাও ঘুম। ভাবলাম কিছু খাই। একটা সেদ্ধ ডিম আর চা নিয়ে বসে, একবার মুখে দিতেই শ্বাসনালিতে চলে গেল, যা হবার আর কি, কাশি। বিরামহীন, দম ফেলতে পারছিলাম না। মুহূর্তেই দুই ঘর থেকে জরুরি ক্লাস ফেলে ছেলেরা বের হয়ে আসলো, ওর বাবাও। আমার কাশি কেন, এই প্রশ্নে অতিষ্ঠ করে তুললো। যতোই বলি বিষম লেগেছে, কেউ বিশ্বাস করে না। কপালে হাত দেয়, অন্য কোনো খারাপ লাগা আছে নাকি জিজ্ঞাসা করে, করোনা উপসর্গের সব প্রশ্ন শেষ করে ফেললো মুহূর্তে। কাশিতে আমার চোখ দিয়ে পানি পড়ছে, পানি খেয়ে কিছু সময় পর বললাম, করোনাকালে কি খাবার নাকে, গলায় আটকালেও কাশতে পারবো না। তারা বলে, না প্লিজ খাবারটাই ঠিকমতো খেয়ো, কাশি দিও না। আতঙ্কিত হয়ে পড়ি।

এই অস্বাভাবিক আতঙ্কের জীবনের নাম, করোনাজীবন। হাঁচি, কাশি, জ্বর- সর্দি আর নরমাল হিসেবে নেই। পাশাপাশি বসে, এক বাটিতে মুড়ি মেখে খেতে খেতে, পা মেলে দিয়ে চা হাতে আড্ডা, এখন এ্যালবামের ছবি এখন। কারো বিষম লাগলে (শ্বাস নালিতে খাবারের কনা গেলে), কেউ আর পিঠে হাত বুলিয়ে দিয়ে, পানির গ্লাস হাতে দিয়ে, ভুলে যায় না। কঠিন চোখে তাকায় জীবনের প্রায় সব স্বাভাবিকতা গুটিয়ে নিয়ে, আমরা এখন বেশ কঠিন অভিজ্ঞ করোনা পাহারাদার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়