শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট : তালাক দেওয়ার কারণে সাবেক স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির রিপনের বিরুদ্ধে। সোমবার বিকালে মেহেরপুর শহরের নতুনপাড়ার মোড়ে এই পিটানোর ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সাবেক স্ত্রী শারমিন আক্তার মিষ্টি। শারমিন আক্তার মিষ্টি মেহেরপুর শহরের থানা পাড়ার আব্দুল আওয়াল খোকনের মেয়ে।

মিষ্টি তার অভিযোগে বলেন, এর আগেও তার আরও একটি স্ত্রী ছিল। সেই স্ত্রীও খারাপ আচরণ সহ্য করতে না পেরে রিপনকে তালাক দিয়ে চলে যায়। পরে ২০১৫ সালের ১৩ ডিসেম্বর আমাকে জোড় করে বিয়ে করে। বিয়ের পর জানতে পারি তিনি বেশ কিছু মেয়ের সাথে পরকীয়ায় জড়িত। আমি প্রতিবাদ করলে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে। তার বাবা-মাও বিষয়টি জানে, কিন্তু কিছুই বলে না। উল্টো আমার ওপর তারাও নির্যাতন করেন। এই নির্যাতন সহ্য করতে না পেরে দিন-দশেক আগে আমি রিপনকে তালাক দেই। এরপর থেকে রিপনের ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছিলাম। কিন্তু সোমবার বিকালে মেহেরপুর নতুন পাড়ার মোড়ে আমাকে দেখে আমার চোখে-মুখে কিল-ঘুষি মেরে মারাত্মক জখম করে।

তিনি জানান, স্থানীয়রা উদ্ধার করে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় কাউন্সিলর মঞ্জুরুল কবির রিপনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির রিপনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তার মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়