শরীফ শাওন : [২] বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. সাজ্জাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ধীরে ধীরে আমরা প্রযুক্তির মাধ্যমে সমন্বিত পদ্ধতিতে পরীক্ষার দিকে এগিয়ে যাব।
[৩] তিনি বলেন, কমিশন থেকে পরীক্ষার আয়োজন ও পরামর্শ দেয়া হলেও বিশ্ববিদ্যালয়গুলো নিজ সক্ষমতায় পরীক্ষা নেবেন। ইঞ্জিনিয়ারিং, সাইন্স এন্ড টেকনোলজি, কৃষি ও সাধারণসহ ছোট বড় এবং নতুন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান বাস্তবতায় সকলে কি ধরনের সিদ্ধান্ত নেন, তা দেখার বিষয়।
[৪] তিনি আরও বলেন, আলাদা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে অনেক অস্বচ্ছল পরিবারের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীদের (বিশেষ করে নারী) প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে হয়।
[৫] এছাড়া কোভিড মহামারির সংক্রমণরোধে এবার সমন্বিত পদ্ধতির ব্যবহার গুরুত্ব বহন করে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, ভর্তির ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। সম্পাদনা: বাশার নূরু, রায়হান রাজীব