শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নানীর মৃত্যুর খবর শুনে যাওয়ার পথে নাতি নিহত

সাইফুল আরিফ জুয়েল: [২] নেত্রকোনায় নানীর মৃত্যু সংবাদ শুনে যাবার পথে দুই পিক-আপ ভ্যানের সংঘর্ষে হিমেল (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

[৩] সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে পূর্বধলা উপজেলার ভবের বাজার এলকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত হিমেল (৩৫) জেলার মোহনগঞ্জ উপজেলার পাবই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।

[৪] ওই দুই পিক-আপ ভ্যানের চালক ও ১৬ মাসের শিশুসহ গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন।

[৫] গুরুতর আহতের মধ্যে দিয়া মনি (১৬ মাস), সাদিয়া (৬), জলি (২৪), সেলিম (৫০), সাগরকে (২৪) আশংকাজন অবস্থায় ময়মনসিংহে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

[৬] স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার মোহনগঞ্জ উপজেলার পাবই গ্রামের নানী জুলেখা বেগমের মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে নাতি হিমেল ও তার পরিবার এবং আত্মীয় স্বজন মিলে একটি পিক-আপ ভ্যানে চড়ে নানার বাড়ীতে আসার পথে জেলার পূর্বধলা উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের ভবের বাজার নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে মাছ বোঝাই আরেকটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাতি হিমেল নিহত এবং ১৩ জন আহত হয়।

[৭] নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ রয়েছে। পিক-আপ ভ্যান দুটি তাদের হেফাজতে রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়