শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীসহ দু’জনের মৃত্যু

আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি : [২] কোভিড-১৯ উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবারও এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে।

[৩] রোববার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিন ঘন্টার ব্যবধানে তারা মারা যান।

[৪] মৃত ব্যক্তিরা হলেন- যশোর জেলার শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী আমেনা বেগম (৫৫) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার টাকীপাড়া গ্রামের রমেশ দত্তের ছেলে নিখিল দত্ত (৬৫)।

[৫] মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ কোভিড-১৯ উপসর্গ নিয়ে গত ১১ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন যশোরের বাগআচড়া গ্রামের আমেনা বেগম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান।

[৬] এদিকে, শ্বাসকষ্ট ও নিমোনিয়া নিয়ে গত ২ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন খুলনার পাইকগাছা উপজেলার টাকীপাড়া গ্রামের নিখিল দত্ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। মৃত দুই ব্যক্তিরই ভর্তি হওয়ার পর পরই নমুনা সংগ্রহ করা হলেও এখনও তাদের রিপোর্ট পাওয়া যায়নি।

[৭] তিনি আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

[৮] এনিয়ে, সাতক্ষীরায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৬৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৭ জন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়