শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে ক্লাস চলাকালীন মায়ের হত্যার সাক্ষী হলো ১০ বছরের ছাত্রী

ডেস্ক রিপোর্ট : অনলাইন জুম ক্লাস করার সময়ই মায়ের হত্যার সাক্ষী হল ১০ বছরের এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডার ইন্ডিয়াটাউনে। পুলিশ সূত্রে খবর, অনলাইন ক্লাস শুরু হওয়ার পরই ওই ছাত্রীর বাড়ির ভিতর থেকে চেঁচামেচি ভেসে আসতে শোনেন তার শিক্ষিকা। একজনের পারিবারিক বিবাদে যাতে অন্যদের অসুবিধা না হয় সেজন্য ওই ছাত্রীর অনলাইন অডিও মিউট করে দেন শিক্ষিকা। তবে ক্যামেরা চালু থাকায় তিনি দেখতে পেয়েছিলেন ছাত্রী কানে হাত চেপে ধরে আছে। কিছুক্ষণ পর কম্পিউটারের স্ক্রিন অন্ধকার হয়ে যায়।বিডি প্রতিদিন

প্রাথমিক তদন্ত শেষে মার্টিন কাউন্টি শেরিফ উইলিয়াম স্নাইডার সাংবাদিক সম্মেলনে জানান, ওই ছাত্রীর মা ৩২ বছরের ম্যারিবেল রোসাডো মোরেলস্কে খুনের অভিযোগে তারই প্রাক্তন প্রেমিক ২৭ বছরের ডোনাল্ড জে উইলিয়ামসকে গ্রেফতার করা হয়েছে। দু'জনের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হত। একারণেই তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল বছর খানেক আগে।

সম্প্রতি ঝামেলা চরমে উঠলে ম্যারিবেলকে গুলি করে ডোনাল্ড। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার শরীরে একাধিক বুলেটের ক্ষত মিলেছে। ঘটনার সময়ে বাড়িতে ওই ছাত্রী তার আরও দুই ভাইবোন এবং তাদের আত্মীয়দের দুই সন্তানও উপস্থিত ছিল। প্রত্যেকের বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। তারাই ৯১১ ডায়াল করে পুলিশে ফোন করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়ে সোয়াট টিম ডোনাল্ডকে নিজেদের হেফাজতে নেয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্রীর স্কুল তার পরিবারকে সমবেদনা জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়