শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণে উপজেলা পরিষদের সাথে সমন্বয়েরর নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

আনিস তপন : [২] রোববার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর উপর পিসি গার্ডার সেতু এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদীর উপর নির্মিত সেতুর নক্সা সংক্রান্ত আলোচনা সভায় এ কথা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

[৩] এসময় মন্ত্রী উভয় নদীর নাব্যতা, পানি প্রবাহ ও নৌ চলাচল ইত্যাদি স্বাভাবিক আছে কিনা তা যাচাই করে আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলেন।

[৪] স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গ্রামগঞ্জে নতুন পাকা রাস্তা সেতু-কালভার্ট করতে হলে স্ব স্ব উপজেলা পরিষদের সমন্বয়ে গঠিত কমিটিতে আলোচনার মাধ্যমে যোগ্যতা প্রমাণ সাপেক্ষে কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে যাতে যত্রতত্র রাস্তা, ব্রিজ নির্মাণেরর ফলে ভূ-প্রকৃতির ক্ষতি না হয়।

[৫] উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নিয়ে এই কমিটি গঠন করা যেতে পারে উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, কমিটি কর্তৃক যাচাই-বাছাই করে যে প্রতিবেদন দেয়া হবে তা বিবেচনা করে রাস্তা এবং ব্রিজ নির্মাণের অনুমোদন দেয়া হবে। এতে যত্রতত্র রাস্তা-ঘাট এবং ব্রিজ নির্মাণ বন্ধ হবে।

[৬] সেতু নির্মাণের ক্ষেত্রে নদীর নাব্যতা, পানি প্রবাহ ঠিক রাখা, নৌ চলাচল, কৃষি সেচ ও মৎস এবং পরিবেশের বিষয়টি নিশ্চিত করে যেখানে সেখানে সেতু নির্মাণ না করে আইন অনুযায়ী নির্মাণেরর লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে প্রধান করে, স্থানীয় সরকার বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন মন্ত্রী।

[৭] এছাড়াও সভায় নদীর নাব্যতা রক্ষার স্বার্থে বড় নদীগুলোতে ন্যূনতম পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে কোন সেতু না করতে কমিটিকে একটি নীতিমালা তৈরির পরামর্শ দেন তিনি।

[৮] হাইড্রলজিক্যাল, মরফোলজিক্যাল ও নেভিগেশন সমীক্ষায় নদীর বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ নদীগুলোতে নব্যতা বৃদ্ধি করে পানি সরবরাহ, মৎস্য চাষ এবং কৃষি সেচ ব্যবস্থা অক্ষুণ্ন রাখার উপর জোর দিয়ে তিনি বলেন ব্রিজ নির্মাণের সময় নদীর দুই পাশের খাল কোন অবস্থাতেই সংকোচন করা যাবে না।

[৯] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ যে সকল সংস্থা ব্রিজ-কালভার্ট নির্মাণ করছে তাদের সকলকে নেভিগেশন, নাব্যতা, ড্রেজিং এবং নৌ চলাচল ব্যবস্থা ঠিক রেখে নির্মাণ করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়