শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বশেমুরবিপ্রবি’র ৪৯ টি কম্পিউটার চুরির ঘটনা উদ্ঘাটন

গোপালগঞ্জ প্রতিনিধি : [২] গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা উদঘাটন করেছে। এ ঘটনায় ৩৪টি কম্পিউটারসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ৭ জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
রোববার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।

[৩] সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, গত ২৬ জুলাই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের দিকের জানালা ভেঙ্গে ৪৯ টি কম্পিউটার চুরি করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের কাছে রাখা হয়। পরে একটি ট্রাকে করে সেগুলো ঢাকা নিয়ে যাওয়া হয়। এ গুলো ঢাকার মহাখালীর ক্রিস্টাল ইন হোটেলে রাখা হয়। ৫ থেকে ৭ জন চোর সরাসরি এ চুরিতে অংশ নেয়। এদের মধ্যে ১জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে।

[৪] গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূর উদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ ও ঢাকার বানানী থানা পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে ৩৪ টি কম্পিউটার উদ্ধার করে। এ ঘটনায় জড়িত ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার তারা গোপালগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি স্বাীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা এ ঘটনার বর্ননা দিয়েছে।

[৫] গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের বিল্লা শরীফের ছেলে মাসরুল ইসলাম পন্নি (২৩), বড়ফা গ্রামের আবুল হোসেনের ছেলে আঃ রহমান সৌরভ (১৮), একই গ্রামের আইয়ুব শেখের ছেলে হাসিবুর রহমান শান্ত কাকন (১৮), কামাল পাশা মিনার ছেলে নাইম উদ্দিন (১৮), মাদারীপুরের বিষমদি গ্রামের আঃ সালামের ছেলে নাজমুল হাসান (১৮), কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ইনদ্রাকচর গ্রামের সেলিম মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও ময়মনসিংহের কোতয়ালী থানার চোরখাই গ্রামের ময়জদ্দিনের ছেলে হুমায়ন কবীর।

[৬] গ্রেফতারকৃতরা কম্পিউটার চুরির মাস্টার মাইন্ডসহ আরো অনেকের নাম বলেছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছেনা। চুরির সাথে সম্প্রিক্ত সকলকেই আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার। # ১৬.০৮.২০২০।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়