শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশির সেলুনে যেতে চেয়েছিলেন শাহরুখ খান

জেরিন আহমেদ: [২] নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক বাংলাদেশি প্রবাসীর সেলুনে নিজের পোস্টার দেখে সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বছর পাঁচেক আগে ওই ছবিটি চোখে পড়ে কিং খানের। এই তথ্য জানিয়েছেন নিউইয়র্ক-ভিত্তিক সিনেমা সাংবাদিক অসীম ছাবড়া। তিনি নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের উৎসব-পরিচালক। জি নিউজ, কলকাতা নিউজ

[৩] সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত ব্যক্তিদের ফলো করা নিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে অসীম রবিবার একটি কলাম লিখেছেন। সেখানে এক জায়গায় তারকাদের সঙ্গে নিজের ভার্চুয়াল কথোপকথনের নানা স্মৃতি তুলে ধরেন।

[৪] ‘ইরফান খান: দ্য ম্যান, দ্য ড্রিমার, দ্য স্টার’ বইয়ের লেখক অসীম তার কলামের এক জায়গায় লিখেছেন, ‘একবার আমি জ্যাকসন হাইটসে এক বাংলাদেশি সেলুনের বাইরে রাখা একটি সাইনের ছবি পোস্ট করলে শাহরুখ খান মন্তব্য করেন। সেখানে কয়েক জন শ্বেতাঙ্গ বালকের শার্প হেয়াকাটের ছবির পাশাপাশি শাহরুখ খানের ম্যায় হু না (২০০৪) সিনেমার ছবি ছিল।’

[৫] সেই ছবিটি পোস্ট করে ২০১৫ সালের ১৯ মে অসীম লেখেন, ‘এই বালকদের মতো দেখতে হেয়ারকাট পাবেন অথবা পাবেন চিরপরিচিত শাহরুখকে।’ এই ছবি দেখে শাহরুখ খান লেখেন, ‘চিরপরিচিত শাহরুখ হতে আমি যাব…। ভাবছি ওটাই আমাকে সবচেয়ে ভালো মানাবে।’

[৬] শাহরুখের মন্তব্য দেখে অসীম আবার লেখেন, ‘এটা আপনার দারুণ একটা ছবি। ম্যায় হু না, তাই না?’ জবাবে শাহরুখ বলেন, ‘হ্যাঁ, ম্যায় হু না। সেনাবাহিনী হেয়ারকাটের আমাদের ভার্সন।’ অসীমের অ্যাকাউন্ট ঘেঁটে এই টুইটের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ছবি দেখে জানা গেছে ওই দোকানটির নাম, ‘রোজ হেয়ার সেুলন।’বোর্ডে বাংলায় লেখা, ‘এখানে চুল কাটা হয়। খোলা ২৪ ঘণ্টা।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়