শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভারতের পাশে থাকার বার্তা, অভিবাসী ভিসা সহজ করার প্রতিশ্রুতি

লিহান লিমা: [৩] ভারতের স্বাধীনতা দিবসে ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের উদ্দেশ্যে করা এক নির্বাচনি প্রচারণায় ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক জোরদার করবেন তিনি। যে কোনো হুমকি বা সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের পাশে থাকবেন। ইন্ডিয়া টুডে

[৩] বাইডেন বলেন, ১৫ বছর পূর্বে ভারতের সঙ্গে ঐতিহাসিক অসামরিক পরমাণু চুক্তিটি অনুমোদন করার উদ্যোগের পুরোভাগে আমি ছিলাম। আমি বলেছিলাম, যদি দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু আর শরিক হলে বিশ্ব নিরাপদ জায়গা হয়ে উঠবে। উঠবে। নির্বাচিত হন সেই বিশ্বাসেই আস্থা রেখে যাবো।

[৪] বাইডেনের নির্বাচনি প্রচারণা কার্যক্রম থেকে বলা হয়েছে, তিনি স্থায়ী, কাজ-ভিত্তিক অভিবাসী, এইচ-১বি ভিসা, পারিবারিক ভিত্তিক অভিবাসীদের বৈধতা এবং স্নাতকদের ভিসার সংখ্যা বাড়াবেন। শরণার্থীদের সংখ্যা বাড়ানোরও কথা জানিয়েছেন।

[৫] রানিং মেট হিসেবে ভারতীয় মা ও জ্যামাইকান বাবার সন্তান কমলা হ্যারিসকে বেছে নেয়ার বিষয়ে বাইডেন বলেন, ও খুব স্মার্ট, পরীক্ষিত, ও প্রস্তুত। কিন্তু সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয় হলো কমলার মায়ের অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে এসে লড়াই চালিয়ে যাওয়ার কাহিনী। শুধুমাত্র সাহসে ভর করে তিনি চলে এসেছিলেন তিনি আর সেই সাহসই কমলাকে এই স্থানে নিয়ে এসেছে। আমি জানি আপনারা এর জন্য গর্ব অনুভব করছেন। কারণ এটি আপনাদের কাহিনী। আত্মত্যাগ, সাহসের দ্বারা আপনারা যুক্তরাষ্ট্রের স্তম্ভ হয়ে উঠেছেন। আপনারা দেখিয়েছেন, যুক্তরাষ্ট্র বৈচিত্র্যময় একটি স্থান যেখানে সব বর্ণ, ধর্ম ও জাতির মানুষ একসঙ্গে বসবাস করতে পারে। ’

[৬] আগামী ৩ নভেম্বরের অনুষ্ঠিতব্য নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৮টি অঙ্গরাজ্যে প্রায় সাড়ে ১৩ লাখ ভারতীয় ভোটার ভোট দেবেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়