শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ উপহার বাসগৃহে উঠলেন নাজিমউদ্দিন

খোরশেদ আলম, শেরপুর প্রতিনিধি : [২]  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিশেষ উপহার বাসগৃহে উঠলেন সেই ভিক্ষুক নাজিম উদ্দিন।

[৩] রোববার (১৬ আগষ্ট) দুপুর ১২টায় শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুব আনুষ্ঠানিকভাবে বাসগৃহের চাবি হস্তান্তর করেছেন নাজিম উদ্দিনের নিকট। এসময় জেলা প্রশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘরের চাবি হস্তান্তরের পাশাপাশিফুলেল শুভেচ্ছা জানান নাজিম উদ্দিনকে।

[৪] বাসগৃহ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলার কৃষি অফিসার হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকসহ জেলা ও উপজেলার সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

[৫] নাজিম উদ্দিন ফকির উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে। রাত্রী যাপনের জন্য নেই কোনো বসত ঘর। তিনি ঘর নির্মাণের জন্য ভিক্ষাবৃত্তি করে ১০ হাজার টাকা সঞ্চয় করেন। ইতোমধ্যেই দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মহামারী আকার ধারন করে। এলাকায় এলাকায় প্রশাসনের পক্ষ থেকে গঠিত হয় ত্রাণ তহবিল। ত্রাণ তহবিলে বিত্তবানদের দেয়া অর্থ কর্মহীনদের মাঝে বিতরণ করা হয় ত্রাণ। এসময় নাজিম উদ্দিন তার ঘর নির্মাণের জন্য জমানো অর্থ ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসারের ত্রাণ তহবিলে দান করেন। সংবাদটি মিডিয়ায় ভাইরাল হয়। দৃষ্টিতে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজিম উদ্দিন ফকিরকে একটি ঘর নির্মাণ করে দেয়ার জন্য নিজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ দেন। ওই অর্থে গান্ধিগাঁও গ্রামে শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুবের তত্ত্ববধানে দুই কক্ষ ও বারান্দাসহ একটি বাসগৃহ নির্মাণ করা হয়। এছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে গান্ধিগাঁও বাজারে একটি দোকান ঘর নির্মাণ করে দেয়া হয়।

[৬] উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম ব্যক্তিগতভাবে নাজিম উদ্দিনকে একটি ইজিবাইক কিনে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

[৭] ভবনটি হস্তান্তরের সময় নাজিম উদ্দিন ফকির আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পরেন। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন। নাজিম উদ্দিন জেলা প্রশাসক আনারকলি মাহবুবের মাধ্যমেপ্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাত প্রার্থনা ও প্রধানমন্ত্রীর নিকটহজ্জ্ব করার জন্য ইচ্ছা পোষন করেন। সম্পাদনা : হ্যাপি

বার্তা প্রেরকঃ খোরশেদ আলম, শেরপুর।
মোবাইলঃ ০১৭৩৬৯৯১৪০৫
তারিখঃ ১৬/৮/২০২০

  • সর্বশেষ
  • জনপ্রিয়