শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার বিরুদ্ধে সাকিবও খেলবেন, আশাবাদী বিসিবি সভাপতি

এল আর বাদল : [২] শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে আগামী ২৩ সেপ্টেম্বর লঙ্কায় উড়াল দিবে বাংলাদেশ দল। আসন্ন এই সফরে সাকিব আল হাসানকে পেতে সব রকমের চেষ্টা করছে বিসিবি। ২৮ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা শেষ করবেন বাঁহাতি এ অলরাউন্ডার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তিনি আশাবাদী শ্রীলঙ্কা সফরেই খেলবেন সাকিব।

[৩] নিষেধাজ্ঞা শেষ হলেই সাকিবকে দলে ফেরানো হবে বলে জানিয়েছেন তিনি। সেজন্য সাকিবের সঙ্গে ফোনে তার কথাও হয়েছে। শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিসিবি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। সাকিবের জন্য বিসিবি অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও জানিয়েছেন, বিসিবি সভাপতি।

[৪] পাপন আরো বলেন, তার সঙ্গে কি কথা হলো এটা বলবো না। শুধু এটা বলবো, সাকিবের নিষেধাজ্ঞা যেদিন উঠে যাবে তার পরেই সে আমাদের সাথে খেলতে পারবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা অধীর আগ্রহে বসে আছি সে কবে আসবে। কিন্তু এটার সঙ্গে তার ফিটনেস এবং অন্য জিনিসগুলোও জড়িত।

[৫] আইপিএলের একটি ও জাতীয় দলের দুটি ম্যাচের আগে জুয়াড়ির কাছ থেকে হোয়াটসঅ্যাপে ফোন পাওয়ার ঘটনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টিকরাপশন ইউনিটকে (আকু) না জানিয়ে নিষিদ্ধ হন সাকিব। এক বছর স্থগিত রেখে গত ২৯ অক্টোবর সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি।

[৬] সাকিব প্রসঙ্গে পাপন আরও বলেন, তার প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। সেজন্য ও ওর মতো করে অনুশীলন করবে। এখন তো আমাদের সঙ্গে করতে পারছে না। নিষেধাজ্ঞার কারণে সে আমাদের কারো সঙ্গে অনুশীলন করতে পারবে না। সে তাই একটু অন্য চিন্তা ভাবনা করেছে। আমার সঙ্গে কথা বলেছে। এই মাসের শেষেই চলে আসবে। অনুশীলন করবে এবং আশা করছি সে ফিট থাকবে এবং আমাদের সাথে শ্রীলঙ্কায় যোগ দিতে পারবে এবং খেলতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়