শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আইপিএলের জন্য জাতীয় দলকে বলে দিলেন ‘না’

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে যাবে আগামী ১৬ সেপ্টেম্বর। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসর শুরু হবে ১৯ সেপ্টেম্বর। তবুও আইপিএলের দায়িত্ব পালনের জন্য ইংল্যান্ড সফরে যেতে পারবেন না অস্ট্রেলিয়ার পেস বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

[৩] আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্বে রয়েছে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ২০২০ সালের আইপিএল দিয়েই শুরু হচ্ছে ম্যাকডোনাল্ডের সঙ্গে রাজস্থানের তিন বছরের চুক্তির।

[৪] এ চুক্তি মোতাবেক অনুশীলনের শুরু থেকেই দলের সঙ্গে থাকতে হবে হেড কোচকে। তাই জাতীয় দলকে ‘না’ করে দিয়েছেন ম্যাকডোনাল্ড। আগামী ২০ আগস্ট আরব আমিরাতে চলে যাবে রাজস্থান রয়্যালস। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন ম্যাকডোনাল্ড।

[৫] তার বদলে ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার বোলিং কোচের দায়িত্ব পালন করবেন ট্রেন্ট উডহিল। এছাড়া পেস বোলিং কোচ ট্রয় কুলি এবং দায়িত্বে থাকা নির্বাচক জর্জ বেইলিও সহায়তা করবেন।

[৬] সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে হ্যাম্পশায়ারের আগাস বোলে শুরু হবে টি- টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৬ ও ৮ সেপ্টেম্বর। পরে ওল্ড ট্র্যাফোর্ডে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর। সে লক্ষ্যে আগামী ২৩ আগস্ট ঘোষিত এই স্কোয়াড উড়াল দেবে ইংল্যান্ডের উদ্দেশ্যে। -দ্যা গ্যালারি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়