শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটার পদ্মা গ্রাম থেকে ৫টি অস্ত্র’সহ জলদস্যু আটক

অমল তালুকদার : [২] বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রাম থেকে (১৪ আগস্ট) শুক্রবার কথিত কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে জলদস্যু জামাল বাহিনীর সক্রিয় সদস্য মো. কামাল শিকদারকে (৩২) আটক করা হয়েছে।

[৩] এসময় তার বসতঘর থেকে ৫টি একনলা বন্দুক উদ্ধার করা হয়। কামাল পদনার গ্রামের মো. জামাল সিকদারের ছেলে।

[৪] কামাল সুন্দরবনের জলদস্যু জামাল বাহিনীর সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে ডাকাতি করতো। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পদ্মা গ্রামের কামালের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

[৫] কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, জলদস্যু বাহিনীর সক্রিয় সদস্য হয়ে অস্ত্র বিক্রি করতো এবং সেই দীর্ঘদিন ধরে কামাল বঙ্গোপসাগরে ডাকাতি করতো।

[৬] দীর্ঘদিন ধরে কামাল নিজ গ্রামের পদনার বাড়িতে থাকে। পরে কোস্টগার্ডের সদস্য সদ্যবেশে কামালের কাছ থেকে অস্ত্র ক্রয় করার জন্য শুক্রবার বিকেলে কামালের কাছে টাকা দেয় কোস্টগার্ড। শুক্রবার রাতে যে কোনো সময় অস্ত্র নেয়ার কথা হয়। সে অনুযায়ী রাত ৭টার দিকে কামালের বাড়িতে যায় কোস্টগার্ড। পরে রাত ৯টার দিকে নিজ বসত ঘর থেকে ৫টি একনলা বন্দুকসহ কামালকে আটক করা হয়।

[৭] আটক কামালের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

[৮] পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) মো.সাইদ আহমেদ বলেন, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে কামালকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়