শিমুল মাহমুদ : [২] তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের নেয়া প্রতিটি পদক্ষেপই ভুল ছিলো। শনিবার (১৫ আগস্ট) সকালে গণস্বাস্থ্য হাসপাতালে প্লাজমা সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। চ্যানেল ২৪
[৩] ডা. জাফরুল্লাহ বলেন, সঠিক সময়ে সঠিকভাবে করোনা আক্রান্তদের প্লাজমা দেয়া হলে উপকার পাওয়া যায়।
[৪] অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এম এ খান জানান, করোনায় বয়স্ক রোগীরা আক্রান্ত হবার পরপরই চিকিৎসকদের পরামর্শে তাদের প্লাজমা দেয়া উচিত।
[৫] ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত প্লাজমা থেরাপি ভালো ফলাফল দেয়। উদ্বোধন হওয়া সেন্টারটিতে শুরুতে প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দেয়া হবে। আর সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৫০ জন রোগীকে প্লাজমা দেয়া হবে বলে জানানো হয়। সম্পাদনা : খালিদ আহমেদ