শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং এক দম্পতিসহ ৪ জন গ্রেফতার

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড়স্থ ইউনিক বাস কাউন্টার এবং খুলশী থানাধীন দামপাড়া জাকির হোসেন রোডস্থ এনা ট্রান্সপোর্ট ও সোহাগ পরিবহন প্রাঃ লিঃ বাস কাউন্টারের সামনে পৃথক তিনটি অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম।

[৩] শুক্রবার ১৪ আগস্ট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবা সহ চার জনকে আটক করা হয়েছে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান।

[৪] আটককৃত ৪ আসামীরা হলেন, কালা উং চাকমা (৩২), পিতা- মৃত নিমং চাকমা এবং বিজয় মালা চাকমা(২৭), স্বামী- কালা উং চাকমা,সাং- আমতলী,২নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি, থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার।

[৫] সুলতান নুর হোসেন বাদশা(১৯) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ১৮ নং ল্যাদা রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প, ঘর নং ৩১৬ এর নুরু সালামের ছেলে। সৈয়দ হোসেন (২১) কক্সবাজার জেলার উখিয়া থানাধীন-কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প,ঘর নং ৭১০, ব্লক- ডি এর আশরাফ আলীর ছেলে।

[৬] চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ কার্যালয় পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে কোতোয়ালী সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম বিআরটিসি মোড়স্থ ইউনিক বাস কাউন্টারের সামনে রাস্তার ফুটপাতে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে কোতোয়ালী থানায় পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একই টিম অপর একটি অভিযানে খুল শী থানাধীন দামপাড়া জাকির হোসেন রোডস্থ এনা ট্রান্সপোর্ট বাস কাউন্টারের সামনে হতে ২৫০০(দুই হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ একজন কে আটক করা হয়। পরে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোতোয়ালী সার্কেলর উপ পরিদর্শক মোঃ ফাহিম রাজু বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ অনুযায়ী খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। দিনের অপর একটি অভিযানে দুপুর ২.৪০ মিনিটে খুলশী থানাধীন দামপাড়া ৩/এ,৩৪/২ জাকির হোসেন রোডস্থ সোহাগ পরিবহন প্রাঃ লিঃ বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে দুই হাজার পাঁচশত পিস ইয়াবাসহ একজন কে আটক করা হয়। পরে কোতোয়ালী সার্কেলের সহকারী উপ পরিদর্শক মোঃ লুৎফর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়