শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ গোলে বার্সাকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন

ডেস্ক রিপোর্ট : উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। তৃতীয় কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে আট গোলে বিধ্বস্ত করেছে জার্মান চ্যাম্পিয়নরা।

বার্সাকে ৮-২ গোলে হারিয়েছে বায়ার্ন। জার্মান ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন টমাস মুলার ও ফিলিপে কৌতিনহো। আর একটি করে গোল করেছেন ইভান পেরিসিচ, সার্জি জিনাব্রি, জশুয়া কিমিচ ও রবার্ট লেভানদস্কি।
শুক্রবার (১৪ আগস্ট) দিনগত রাতে পর্তুগালের এস্তাদিও দো স্পোর্ট লিসবোন স্টেডিয়ামে বার্সার জন্য দিনটা ছিলো দু:স্বপ্নের। জার্মান চ্যাম্পিয়নদের কাছে রীতিমতো পাড়ার ক্লাবে পরিণত হয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। বায়ার্নের গতি আর কৌশলের কাছে অসহায় ছিলো বার্সা। লিওনেল মেসি ছিলেন তার নিজের ছায়া হয়ে। দাঁড়িয়ে থেকে শুধু দেখেছেন দলের ডিফেন্সের করুণ পরিনতি।

পর্তুগালের ম্যাচের শুরুটা হয়েছিলো দুর্দান্ত। চার মিনিটের মাথায় এগিয়ে যায় বায়ার্ন। লেভানডস্কির কাছ থেকে পাওয়া বল মুলারের বাম পায়ের শট বার্সা গোলরক্ষক টার স্টেগানকে পরাস্ত করলে ১-০ গোলে এগিয়ে যায় জার্মান পাওয়ার হাউজ।

তবে এই লিড বেশিক্ষণ স্থাযী হয় নি। ম্যাচের সপ্তম মিনিটেই সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্টরা। তবে এতে বায়ার্নের অবদান বেশি। বার্সার আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান বায়ার্নের দাভিদ আলাভা। আত্মঘাতী গোলে বার্সা ১-১ সমতায় ফেরে।

ম্যাচের নবম মিনিটে লুইজ সুয়ারেজ গোলের সুযোগ নষ্ট না করলে বার্সা এগিয়ে যেতে পারতো। পরে মিনিটেই বার্সার অারও একটি আক্রমণ বিফলে যায়। বল গোলবারে লেগে ফিরে আসে।

তবে এরপর পর ম্যাচের চিত্রটা পাল্টে যায় মুহূর্তেই। বায়ার্নের গতিময় ফুটবলের কাছে বার্সার রক্ষণ হয়ে যায় পাড়ার ফুটবলের মতো। ২১-৩১ এই ১০ মিনিটের ঝড়েই নষ্ট হয়ে যায় বার্সার সেমিফাইনালের স্বপ্ন।

২১ মিনিটে জিনাব্রির কাছ থেকে পেনাল্টি বক্সের বাম দিকে বল পেয়ে যান পেরিসিচ। বাম পায়ের জোড়ালো শটে বল জালে পাঠান এই ক্রোয়েশিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার। ২-১ গোলে এগিয়ে যায় বায়ার্ন।

২৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো বায়ার্ন। বার্সা গোলরক্ষক স্টেগানের কল্যাণে রক্ষা পায় বার্সা। ২৬ মিনিটে অারও একটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন লেভানদস্কি। বার্সার রক্ষনের ভুলে পেনাল্টি বক্সের ভেতরে বল পেয়ে যান এই পোলিশ স্ট্রাইকার। তার বাম পায়ের নেওয়া শটটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন স্টেগান।

২৭ মিনিটে আর ভুল করেননি জিনাব্রি। পেনাল্টি বক্সের ডান দিকে থেকে গোরেস্কার বাড়ানো বল খীপ্র গতিতে বার্সা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ের টোকায় বল জালে পাঠান তিনি। ৩-১ গোলের লিড পায় জার্মান চ্যাম্পিয়নরা।

বায়ার্নের চতুর্থ সাফল্য আসে ৩১ মিনিটে। কিমিচের কাছ থেকে বল পেয়ে পেনাল্টি বক্সে খানিক ভেতর থেকে ডান পারেয় শটে বল জালে জড়ান মুলার। প্রধমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ।

বিরতির পর আক্রমনের ধার বাড়াতে গ্রিজম্যানকে মাঠে নামান বার্সা কোচ সেতিয়েন। তবে ৫০ মিনিটে জালে ঠিকানা খুজে পেয়েছিল লেভানদস্কি। তবে অফ-সাইডের কারণে গোলটি বাতিল করা হয়।

৫৭ মিনিটে ব্যবধান কমায় বার্সা। জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে একক প্রচেষ্টা দারুণ এক গোল করেন সুয়ারেজ। ব্যবধান দাড়ায় ৪-২ গোলের।

তবে এরপর বার্সার ডিফেন্সকে নিয়ে রীতিমতো ছেলেখেলা শুরু করে দেয় বায়ার্ন। ৬৩ মিনিটে আলফোনসোর কাছ থেকে বল পেয়ে গোল করেন কিমিচ। স্কোর লাইন হয় ৫-২।

পাঁচ গোল খেয়ে বার্সার ডিফেন্স হয়ে যায় নড়বড়ে। একের পর এক আক্রমণ চালাতে থাকে জার্মান ক্লাবটি। ৮২ মিনিটে কৌতিনহোর ক্রস থেকে হেড দিয়ে গোল করেন লেভানদস্কি। ৬-২ গোলে এগিয়ে বায়ার্ন। বায়ার্নের হয়ে এটি লেভানদস্কির ৫০তম চ্যাম্পিয়নস লিগ গোল।

ম্যাচের পরের গল্পটা বার্সার জন্য আরও করুণ। দুটি গোল হজম করতে হয় কাতালানদের। গোল দুটি দিয়েছেন বার্সা থেকেই ধার করে বায়ার্নে যোগ দেওয়া বার্সার দল বদলের সবচেয়ে দামি ফুটবলার ফিলিপে কৌতিনহো। তবে গোল দুটি করে উদযাপন করেন নি তিনি।

৮৫ মিনিটে মুলারের কাছ থেকে বল পেয়ে বল জালে জড়ান কৌতিনহো। আর ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে কৌতিনহো নিজের দ্বিতীয় গোল করলে ৮-২ গোলের বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় বায়ার্নের।

ইউরোপ সেরার মঞ্চে প্রথমবার বায়ার্ন কোনো দলকে আট গোল দিল। অন্যদিকে বার্সাও প্রথমবারের মতো আট গোল হজম করলো। সেমিফাইনালে বায়র্ন মিউনিখের প্রতিপক্ষ চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল ম্যানচেস্টার সিটি অথবা অলিম্পিক লিঁও।বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়