লাইজুল ইসলাম : [২] মধ্যপ্রাচ্যে যেতে ইচ্ছুক প্রবাসীরা গত কয়েকদিন ধরে চট্টগ্রাম, সিলেট ও ঢাকায় আন্দোলন করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ও চট্টগ্রামের অফিসে ভাংচুর করেছেন টিকিট প্রত্যাশীরা।
[৩] এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন বলেন, আমাদের কিছুই করার নেই। আন্দোলন বা ভাংচুর করলে শুধু বিমানের ক্ষতিই হবে। টিকিট পাওয়া যাবে না। সবাইকে শান্ত হতে হবে। গত ছয় মাসে যারা যেতে পারেননি তাদের এক সপ্তাহ বা এক মাসের মধ্যে পাঠানো সম্ভব না। তাছাড়া একটি বিমানের অর্ধেকের কম যাত্রী বহনের নির্দেশনা আছে। একটি বিমানে ২শ’ যাত্রীও বহন করা যাচ্ছে না।
[৪] তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিগামী যাত্রীদের জন্য আমরা চেষ্টা করছি। এই মাসেই আরো ফ্লাইট চেয়েছিলাম। এখন যাচ্ছে সপ্তাহে ছয়টা। আমরা আরো চেয়ে পাইনি। সেপ্টেম্বরের ফ্লাইটের সিডিউল তারা দেয়নি আমাদের। যদি সেপ্টেম্বরের ফ্লাইটের সিডিউল পেয়ে যাই তাহলে টিকিটি উন্মুক্ত করে দিব। সম্পাদনা: বাশার নূরু, রায়হান রাজীব