শিরোনাম
◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে কোভিডে আক্রান্ত সেবিকা দিয়ে যাচ্ছেন চিকিৎসা!

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার সদর হাসপাতালের সিনিয়র সহকারী নার্স শারমিন আফরোজ কোভিড-১৯ পজিটিভ হয়েও দায়িত্ব পালন করে যাচ্ছেন লালমনিরহাট সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে। তার এই দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেবা প্রত্যাশীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হাসপাতালে সেবা নিতে আসা ব্যক্তিদের মধ্যে যারা এ বিষয়টি বুঝতে পারছেন তারা তড়িঘড়ি হাসপাতাল থেকে চলে যাচ্ছেন।

[৩] খোঁজ নিয়ে জানা গেছে, জ্বর, সর্দি ও কাশি থাকায় নার্স শারমিন আফরোজ ২৬ জুলাই নমুনা দিলে ২ আগস্ট রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ আসে। এরপর থেকে ৮ আগস্ট পর্যন্ত তিনি বাড়িতে থাকেন। কিন্তু কর্তৃপক্ষের চাপে ৯ আগস্ট থেকে হাসপাতালে যোগ দিয়ে শিশু ওয়ার্ডে দায়িত্ব পালন করে আসছেন। তার জ্বর, কাশি লেগেই আছে। শরীরে এখনো তিনি ব্যথা অনুভব করছেন।

[৪] নার্স শারমিন আফরোজ বলেন, এ সময় আমার বাড়িতে থেকে বিশ্রাম নেয়া দরকার। কর্তৃপক্ষের নির্দেশে আমাকে নিয়মিত দায়িত্ব পালন করতে হচ্ছে।

[৫] তিনি সচেতনতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনেই দায়িত্ব পালন করছেন বলে দাবি করেন।

[৬] হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা হামিদুর রহমান বলেন, হাসপাতালের শিশু ওয়ার্ডে ৫ বছর বয়সী শিশুকে রেখে দুই দিন ধরে চিকিৎসা নেয়ার পর জানতে পারি এখানকার একজন নার্স করোনা আক্রান্ত। তাই আর দেরি না করে বাচ্চাকে নিয়ে হাসপাতাল ছেড়ে চলে এসেছি।

[৭] লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। তবে করোনা আক্রান্ত কোনো নার্স কেন, কোনো স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে তারা কর্মস্থলে আসতে পারবেন না।

[৮] লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, করোনার নমুনা দেওয়ার পর থেকে রিপোর্ট না আসা পর্যন্ত তার দায়িত্ব পালন করা কোনোভাবেই সমীচীন নয়। আর এটা কোনোভাবেই হতে পারে না।

[৯] তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, কোভিড-১৯ পজিটিভ কোনো নার্স ডিউটিতে আসবে, তাও আবার শিশু ওয়ার্ডে! কেউ যদি অসুস্থ থাকে তাকে কোনোভাবে দায়িত্ব পালন করতে দেওয়া যাবে না। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়