শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোরহানউদ্দিনে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও ননএমপিওভুক্ত শিক্ষকদের চেক বিতরণ

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন সংবাদদাতা : [২] ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা'র ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ৪১৩ জন নন এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী ও ১০ জন অস্বচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

[৩] সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এ সব বিতরণ করা হয়।

[৪] অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন ,জাতির পিতার আদর্শ বাস্তবায়নে নেপথ্যে যিনি কাজ করেছেন তিনি হলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।এ মহীয়সী নারী সব সময় জাতির জনকের ছায়াসঙ্গী ছিলেন। তিনি ছিলেন জাতির পিতার রাজনৈতিক জীবনের সার্বক্ষণিক সহযোদ্ধা। স্বাধীন দেশের ইতিহাসে তার অবদান চির ভাস্বর হয়ে থাকবে।

[৫] পরে প্রধান অতিথি সারা দেশের ন্যায় বোরহানউদ্দিন উপজেলায় ১০ জন অসহায়, দুঃস্থ প্রতিক্ষণপ্রাপ্ত কর্মহীন নারীকে সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়া নন এমপিওভূক্ত ৩৯৮ জন শিক্ষককে ৫ হাজার এবং ১৫ জন কর্মচারী কে ২৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করেন ।

[৬] উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিতি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়