শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ফেবারিট’ অ্যাথলেটিকোর বিদায়, প্রথমবার সেমিতে লাইপজিগ

ডেস্ক রিপোর্ট : বার্সেলোনা কিংবা বায়ার্নকে ফাইনালে যেতে হলে দিতে হবে কঠিন পরীক্ষা। শেষ আটে মুখোমুখি লড়াই পার করে খেলতে হবে ম্যানসিটি-লিঁওর বিপক্ষে। রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস টিকে থাকলে লড়াইটা আরও কঠিন হতে পারতো। সেই তুলনায় 'সহজ' গ্রুপে পড়ায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালের 'ফেবারি'ট ধরা হয়েছিল ডিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদকে।

কিন্তু লিসবনে বৃহস্পতিবার রাতের ম্যাচের জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে ২-১ গোলে হেরেছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। ফেবারিট তকমা পাওয়া দলটি বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। রূপ কথা লিখে ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠেছে লাইপগিজ।

এখন তাদের সামনে কেবল পিএসজি! প্যারিসের দলটির বিপক্ষে আর একটি 'অঘটন' ঘটাতে পারলেই ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনালে উঠে যাবে লাইপজিগ। অ্যাথলেটিকোর বিপক্ষে এক লেগের খেলায় ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য সমতা নিয়ে শেষ করে লাইপগিজ।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন লাইপজিগের ড্যানিয়েল অলমো। প্রথমার্ধে গোল না পাওয়া অ্যাথলেটিকো ওই গোল ম্যাচের ৭০ মিনিটে শোধ করে। বদলি নামা জোয়াও ফেলিক্স পেনাল্টি থেকে দলের পক্ষে সমতাসূচক গোলটি করেন। তখনও জার্মান ক্লাব লাইপজিগের চমক দেওয়ার বাকি। ৮৮ মিনিটেই দেখা গেল সেই চমক। অ্যাডামস গোল করে দলকে তুলে নিলেন ইউরোপ সেরার লড়াইয়ের শেষ চারে।দ্য গার্ডিয়ান, সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়