শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরে জমি সক্রান্ত জেরে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত, ইউপি সদস্যসহ আটক ৩

বিপ্লব বিশ্বাস  : [২] জমি সক্রান্তর জের ধরে ভারি কোন বস্তুর আঘাতে মিজানুর রহমান সেখ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বেলা ৪ টার দিকে এ ঘটনাটি ঘটে পিরোজপুর জেলা সদরের কলাখালী ইউনিয়নের পথেরহাটে। এ ঘটনায় ইউপি সদস্য রাজ্জাক বেপারিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] কলাখালী ইউনিয়ন চেয়ারম্যান দিদারুল শিমুল জানান, জমি জমা ভাগ নিয়ে দীর্ঘ দিন বিবাদ চলে আসছিল ইউপি সদস্য রাজ্জাক ও মিজানের সাথে। এ ঘটনায় দুই দফা শালিশী বৈঠকও হয়। এ ঘটনার কিছু আগেও এ নিয়ে গ্রাম্য শালিশী হয় । শালিশীতে সময় ও নিয়েছে দুইপক্ষ। কিন্তু হঠাৎ করেই ওই ঝামেলাকৃত জমিতে বসে দুইপক্ষের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে এদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাপিয়ে পরে। এতে প্রতিপক্ষের আঘাতে মিজানুর মারাত্মক জখম হয়। আহত হন জাহিদ বেপারি, মোহাম্মদ আলী ও আববাস আলী। এদের সবাইকে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে গুরুতর অবস্থায় প্রথমে মিজানকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানের চিকিৎসকরা অপরাগতা প্রকাশ করলে, তাকে খুলনা নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। চিকিৎসারা জানিয়েছেন আঘাতপ্রাপ্ত স্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণে মিজানুর মার যান।

[৪]এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ জানান, এ ঘটনায় এক মেম্বরসহ তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়