শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার থাবা আরএডিপিতে, বছর শেষে চূড়ান্ত বাস্তবায়ন হয়েছে ১,৬১,৮৫৭ কোটি টাকা

সাইদ রিপন: [২] সদ্য সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দ ছিল ২ লাখ ১ হাজার ১৯৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি টাকা, বৈদেশিক ঋণ ৬২ হাজার কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ২৭৭ কোটি টাকা বরাদ্দ ছিল। মোট বরাদ্দ থেকে এ অর্থ খরচ করতে পেরেছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। যা বাস্তবায়ন হার মোট আরএডিপির ৮০.৪৫ শতাংশ।

[৩] বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ৩০টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

[৪] পরিকল্পনামন্ত্রী বলেন, গত অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অভ্যন্তরীণ উৎসে ৮২.৬২ শতাংশ ও বৈদেশিক উৎসে ৭৬.৬৬ শতাংশ এবং নিজস্ব উৎসে ৭৪.৪০ শতাংশ আরএডিপি বাস্তবায়ন হয়েছে।

[৫] গত পাঁচ বছর ধরে আরএডিপি বরাদ্দ ও ব্যয়ের ধারা প্রতিবছরই বেড়েছে। গত ২০১৮-১৯ অর্থবছরে আরএডিপি বাস্তবায়ন হার ছিল ৯২ দশমিক ৬৯ শতাংশ। সে হিসেবে গত ৫ বছরের মধ্যে সর্বনি¤œ আরএডিপি বাস্তবায়ন হয়েছে সদ্য সমাপ্ত অর্থবছরে। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়