শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রুবি সালেহ বললেন ‘ আমার ভাই ফাহিম মাত্র তেরো বছর বয়সেই বলেছিল সে বিশ্বসেরা প্রযুক্তিবিদ একদিন হবে

দেবদুলাল মুন্না: [২] বৃহস্পতিবার ব্লগ পোস্টে তিনি নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তিবিদ ফাহিম সালেহ খুন হওয়ার একমাস পর প্রথম স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা বলেন। রুবি সালেহ জানান, তাদের বাবার সঙ্গে ফাহিমের ভালো সম্পর্ক ছিল। দুজনে খুব আলাদা স্বভাবের। বাবা খুব চিন্তা করতেন, ফাহিম কখনো চিন্তিত হতো না। শুধুমাত্র ফাহিমই ওনাকে শান্ত করতে পারতো। মাত্র ১৩ বছর বয়সে ফাহিম ওয়েবসাইট মনিটায়েজড করে।

[৩] ফাহিম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত অনেক বই পড়তো। একসময় আমার মা-বাবা লুইসিয়ানা থেকে রচেস্টার চলে আসেন। সেসময়ই ফাহিম নতুন সাইট বানায়। নাম ছিল মানকিডু: জোকস, প্রাঙ্কস, ফেক পপ। গুগল থেকে প্রথম মেইলে ৫০০ ডলারের চেক আসার পর ফাহিম বাবা’কে বলেছিল. দেখো একদিন আমি অনেক ধনীলোক হবো।

[৪] রুবি জানান, ১৪ জুলাই রাত পৌনে ১১টার দিকে এক চাচি তাকে ফোন করেন। ওই চাচি শুরুতে কথা বলতে পারছিলেন না। শুধু বলেন, ‘একটা খারাপ খবর আছে রুবি। এরপর জানান ফাহিম খুন হয়েছে। এ খবর শুনে রুবি ছয় রাত ঘুমাতে পারেননি।

[৫] ফাহিম ধীরে ধীরে নিজেকে ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ২০১৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত পাঠাওয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

[৬] নিউইয়র্কের ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে নিজের বিলাসবহুল বাসায় গত ১৪ জুলাই খুন হন ফাহিম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়