শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিসংখ্যান ব্যুরোর উন্নয়ন প্রতিবেদন হাস্যকর : বিএনপি

শাহানুজ্জামান টিটু : [২] প্রবৃদ্ধি নাকি বেড়েছে। সেবা খাতের প্রবৃদ্ধিও নাকি বেড়েছে। যেখানে তিন মাস গাড়ি, এরোপ্লেন, বাস, লঞ্চ কিছুই চললো না সেখানে সেবা খাতে প্রবৃদ্ধি কোন দিক দিয়ে বেড়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৩] তিনি বলেন, এক্সপোর্ট একেবারেই কমে গেছে। সেই এক্সর্পোট ও উৎপাদন খাতে প্রবৃদ্ধি বেড়েছে। অর্থনীতিবিদরা এ নিয়ে যে কমেন্টস করেছেন তাতে এই সরকারের লজ্জা শরম বলতে কিছু নেই। এই ধরনের তথ্য দেওয়ার অপরাধে যিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী তাকে তো অবশ্যই রিজাইন করা উচিত ছিল।

[৪] বিএনপি মহাসচিব বলেন, এদের মিথ্যা বলার শেষ নেই। স্বাস্থ্যমন্ত্রী তো এখনো বহাল তবিয়তে আছেন। স্বাস্থ্য ব্যবস্থা এমন হয়েছে স্বাস্থ্য বুলেটিন সেটা বন্ধ করে দিয়েছে। কারণ এগুলো কেউই বিশ্বাস করে না এবং তারা নিজেরাই বিপদে পড়ে যায় বিভিন্ন রকম ভ্রান্তিকর তথ্য দিয়ে। প্রতিদিন তারা দেখায় মারা যায় ২৫/৩৫ জন অথচ সারা দেশে মারা যায় ৫০০ থেকে ১০০০ হাজারের বেশী।

মিঠু দেশ ছেড়ে চলে গেছে

[৫] তিনি বলেন, প্রতিদিন মারা যাচ্ছে সংক্রমণের হার বাড়ছে এবং প্রতিদিন সরকারের লুটপাটের খবর বেরুচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন বিখ্যাত মানুষ মিঠু সে বহাল তবিয়তে দেশ ছেড়ে বাইরে চলে গেছে। কি চমৎকার! যারা আমাদের লুন্ঠন করবে, জনগণের কষ্টার্জিত টাকা লুট করে নিয়ে যাবে। তারা দেশ ছেড়ে সহজেই চলে যাবে। আর সাধারণ মানুষ যারা এখানে বেঁচে থাকার জন্য লড়াই করবে জীবিকার জন্য দেশের উন্নয়নের জন্য তারা গুলিবিদ্ধ হয়ে মারা যাবে।

মালেশিয়াতে দেখার কেউ নেই

[৬] তিনি বলেন, প্রবাসীরা উদয়াস্ত পরিশ্রম করছে। দেশে অর্থ পাঠাচ্ছে। রেমিটেন্স বাড়াচ্ছে। তাদেরকে যত রকমের হেনস্তা করার তারা করছে। কয়েকদিন আগে মালেশিয়ায় আমাদের কিছু কর্মী ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্নভাবে আটকে গেছেন তাদের খোঁজ নেওয়ার পর্যন্ত কেউ নেই। এই বিষয়গুলো প্রমাণ করে যে, আসলে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে রাষ্ট্রকে পরিচালনার জন্য এবং তারা এই রাষ্ট্রটিকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাই।

[৭] বৃহস্পতিবার উত্তরার নিজ বাসভবন থেকে ভিডিও সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়