শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিসংখ্যান ব্যুরোর উন্নয়ন প্রতিবেদন হাস্যকর : বিএনপি

শাহানুজ্জামান টিটু : [২] প্রবৃদ্ধি নাকি বেড়েছে। সেবা খাতের প্রবৃদ্ধিও নাকি বেড়েছে। যেখানে তিন মাস গাড়ি, এরোপ্লেন, বাস, লঞ্চ কিছুই চললো না সেখানে সেবা খাতে প্রবৃদ্ধি কোন দিক দিয়ে বেড়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৩] তিনি বলেন, এক্সপোর্ট একেবারেই কমে গেছে। সেই এক্সর্পোট ও উৎপাদন খাতে প্রবৃদ্ধি বেড়েছে। অর্থনীতিবিদরা এ নিয়ে যে কমেন্টস করেছেন তাতে এই সরকারের লজ্জা শরম বলতে কিছু নেই। এই ধরনের তথ্য দেওয়ার অপরাধে যিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী তাকে তো অবশ্যই রিজাইন করা উচিত ছিল।

[৪] বিএনপি মহাসচিব বলেন, এদের মিথ্যা বলার শেষ নেই। স্বাস্থ্যমন্ত্রী তো এখনো বহাল তবিয়তে আছেন। স্বাস্থ্য ব্যবস্থা এমন হয়েছে স্বাস্থ্য বুলেটিন সেটা বন্ধ করে দিয়েছে। কারণ এগুলো কেউই বিশ্বাস করে না এবং তারা নিজেরাই বিপদে পড়ে যায় বিভিন্ন রকম ভ্রান্তিকর তথ্য দিয়ে। প্রতিদিন তারা দেখায় মারা যায় ২৫/৩৫ জন অথচ সারা দেশে মারা যায় ৫০০ থেকে ১০০০ হাজারের বেশী।

মিঠু দেশ ছেড়ে চলে গেছে

[৫] তিনি বলেন, প্রতিদিন মারা যাচ্ছে সংক্রমণের হার বাড়ছে এবং প্রতিদিন সরকারের লুটপাটের খবর বেরুচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন বিখ্যাত মানুষ মিঠু সে বহাল তবিয়তে দেশ ছেড়ে বাইরে চলে গেছে। কি চমৎকার! যারা আমাদের লুন্ঠন করবে, জনগণের কষ্টার্জিত টাকা লুট করে নিয়ে যাবে। তারা দেশ ছেড়ে সহজেই চলে যাবে। আর সাধারণ মানুষ যারা এখানে বেঁচে থাকার জন্য লড়াই করবে জীবিকার জন্য দেশের উন্নয়নের জন্য তারা গুলিবিদ্ধ হয়ে মারা যাবে।

মালেশিয়াতে দেখার কেউ নেই

[৬] তিনি বলেন, প্রবাসীরা উদয়াস্ত পরিশ্রম করছে। দেশে অর্থ পাঠাচ্ছে। রেমিটেন্স বাড়াচ্ছে। তাদেরকে যত রকমের হেনস্তা করার তারা করছে। কয়েকদিন আগে মালেশিয়ায় আমাদের কিছু কর্মী ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্নভাবে আটকে গেছেন তাদের খোঁজ নেওয়ার পর্যন্ত কেউ নেই। এই বিষয়গুলো প্রমাণ করে যে, আসলে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে রাষ্ট্রকে পরিচালনার জন্য এবং তারা এই রাষ্ট্রটিকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাই।

[৭] বৃহস্পতিবার উত্তরার নিজ বাসভবন থেকে ভিডিও সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়