শিরোনাম

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রসফায়ারের গল্প বানোয়াট, এটা ক্ষমতায় টিকে থাকার নীল নকশার অংশ : মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপি মহাসচিব আরও বলেন, মেজর সিনহা হত্যাকে কেন্দ্র করে চমৎকার ক্রাইম ফিকশন তৈরি করা হয়েছে। এভাবেই গোটা বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে মূল ব্যক্তিকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। মেজর সিনহা হত্যার মাধ্যমে আমাদের এতদিনের অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রযন্ত্রগুলোকে অন্যায় ও অবৈধভাবে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন আইনের ঊর্ধ্বে। তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে।

[৪] বিএনপি মহাসচিব বলেন, ২০১৪ সালের নির্বাচনের পূর্বে সরকার প্রধান থেকে বলা হয়েছে বন্দুকগুলোতো এমনি দেয়া হয়নি। বন্দুকগুলো ব্যবহার করতে হবে। সেই সময় শুধু ভিন্নমত থাকার অপরাধে অনেককে তুলে নেওয়া হয়। যাদের গ্রেপ্তার দেখানো হয়, তাদেরকে নিয়ে অস্ত্র খোঁজার নামে ক্রসফায়ার করে হত্যা করা হয়েছে। বন্দুকের মুখে গণতন্ত্রের দমন করা হয়েছে।

[৫] তিনি বলেন, হাসপাতালে করোনা বেড খালি পড়ে আছে। তার কারণ মানুষ এখন হাসপাতালে যেতে চায়না, ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো মতে বাসায় চিকিৎসা করছে। কত চিকিৎসক, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক কর্মী ও সুনাগরিক চলে গেছেন কেবল সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে।

[৬] বৃহস্পতিবার উত্তরার নিজ বাসভবন থেকে ভিডিও সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সম্পাদনা : রায়হান রাজীব

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়