শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৩:৪৭ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউতে শোক দিবসে বিনামূল্যে রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা

লাইজুল ইসলাম : [২] বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিনামূল্যে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল শাখায় বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের এই সেবা পাওয়া যাবে।

[৩] বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষাও বিনামূল্যে করা যাবে। এগুলো হলো ইউরিন আর/এম/ই, সিভিসি, পিবিএফ, ইউরিন ফর সি/এস, উইডাল টেস্ট, সিআরপি, আরবিএস, এস. ক্রিয়েটিনিন, এস. এএলটি, ব্লাড গ্রুপিং, এইচবিএসএজি, অ্যান্টি-এইচসিভিসি, এক্সরে চেস্ট এবং আল্ট্রাসনোগ্রাম অব হোল অ্যাবডোমেন।

[৪] এছাড়া, কোভিড রোগীদের জন্য প্লাজমা ডোনারও নির্ধারণে একটি কার্যক্রম চালাবে বিশ্ববিদ্যালয়টি। এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য হাসপাতালের পরিচালক ও বিভিন্ন বিভাগের প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে।

[৫] ১৫ আগস্ট সকাল ৮ টা ১৫ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সাড়ে ১১টায় বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণ এবং বাদ ফজর থেকে জোহর পর্যন্ত কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি। রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠানের ব্যবস্থা।

[৬] হাসপাতাল সূত্র জানিয়েছে, শোক দিবসে বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল (ইনডোর), ফিভার ক্লিনিক, পিসিআর ল্যাব ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়