শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৮:৫৭ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে সুবিদখালী বাজারের প্রবেশদ্বারের বেহাল দশা

মির্জাগঞ্জ প্রতিনিধি: [২] পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারের প্রবেশদ্বারের বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কটি অনেক বছর যাবৎ সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি আটকে পড়ায় মানুষ চলাচল তো দূরের কথা রিকসা ও মোটরসাইকেল চলতে কষ্ট হচ্ছে। সড়কের উপজেলার মধ্যে সুবিদিখালী বাজার হচ্ছে প্রানকেন্দ্র বা বাণিজ্যিক কেন্দ্র। সামান্য বৃষ্টি হলেই চরম দুর্ভোগ পোহাচ্ছে বাজারে বসবাসরত বাসিন্দাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগতরা।

[৩] গতবছর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী তাঁর চেষ্টায় মহাসড়কের তিনরাস্তা নামক স্থান থেকে পদ্মা ব্যাংক পর্যন্ত সড়কটি নির্মান করা হয়। তখন বৃষ্টির কারনে পুরো সড়কটি কাজ করা সম্ভব হয়নি বলে জানা যায়। বাকী আধাকিলোমিটার সড়কের কাজ না হওয়ায় বৃষ্টির পানি জমে পুকুরের মতো সৃষ্টি হয়েছে।

[৪] সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সুবিদখালী পদ্মা ব্যাংকের সামনে থেকে সুবিদখালী বাজার মসজিদ পর্যন্ত আধা কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। সড়কের বিভিন্ন স্থানে সিসি ঢালাই উঠে খানা খন্দসহ ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে যানবাহন তো দুরের কথা লোকজনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এ সড়ক দিয়ে। সড়কের কোন কোন স্থানে গর্তের সৃষ্টি হওয়াতে হাটু সমান পানিও জমে থাকে।

[৫] ফলে পথচারী কিংবা যে কোন যানবাহন ড্রাইভারদের দেখার উপায় নেই এখানে বড় বড় গর্তে ডুবে আছে পানিতে। বৃষ্টি হলেওই এ সড়কে রিকসা ড্রাইভাররা সহজে যেতে চান না।

[৬] এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই রিকসা, অটোরিকসা, মোটরসাইকেল, টেম্পু, টমটমসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। প্রায়ই গাড়ি উল্টে গিয়ে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা।

[৭] তবে সড়কে খানাখন্দের কারনে পথচারীদের যেমন সময়ের অপচয় হচ্ছে, তেমনি রয়েছে দূর্ঘটনার ঝুঁকি থাকে। পথচারীরা বলেন, সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোটবড় খানাখন্দক ও গর্ত। এসব স্থানে বৃষ্টির পানি জমে যানবাহনসহ মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সুবিদখালী বাজারে ঢুকতে চলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি পথচারীদের চরম দুর্ভোগ পোহতে হচ্ছে।

[৮] এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী বলেন, সুবিদখালী বাজার সড়কের কাজ গত বছর করা হয়েছে। ড্রেনেস ব্যবস্থা না থাকায় সড়কে পানি জমে থাকে। এ বছরই সড়কের পাশে ড্রেন নির্মানের পরই বাকী অংশ সড়কের কাজ শুরু করা হবে। উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশীদ বলেন, উপজেলা চেয়ারম্যান স্যারের সাথে আলাপ হয়েছে এ সড়কটি নিয়ে। মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার সড়কের যেটুকু কাজ বাকী আছে এ বছর এডিপির মাধ্যমে শেষ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়