শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমালোচনার মুখে অ্যাপল ডেইলির সম্পাদক জিমি লাইকে জামিন দিল চীন

লিহান লিমা: [২] হংকংয়ের মিডিয়া মোঘল ও অ্যাপল ডেইলির সম্পাদক জিমি লাই ও রাজনৈতিক কর্মী আগনেস চৌকে বুধবার সকালে জামিনে মুক্তি পেয়েছেন। জিমিকে ৫ লাখ হংকং ডলারের শর্তে জামিন দেয়া হয়। আল জাজিরা।

[৩] বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগে গত ১০ আগস্ট ২০০ পুলিশ অফিসার পত্রিকার অফিস ঘিরে ফেলে জিমি লাইসহ ১০জনকে হংকংয়ে আরোপিত চীনের বিতর্কিত নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে। এ ঘটনার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, এই ঘটনায় স্পষ্ট, চীন হংকং এর স্বাধীনতা লংঘন করছে।

[৪] মুক্তির পর জিমি লাইকে অভিবাদন জানান সমর্থকরা। এ সময় তারা জিমির গণতন্ত্রপন্থী সংবাদমাধ্যম এবং তাকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দিতে থাকে।

[৫] জিমির গ্রেপ্তারের পরদিন মঙ্গলবার সকালে প্রথম পাতায় তার গ্রেপ্তারের ছবি প্রকাশ করে ‘লড়াই’ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় অ্যাপল ডেইলি। ওই খবর প্রকাশের পর পত্রিকাটি কেনার ধুম পড়ে যায়। বিক্রেতারা জানান মঙ্গলবার অল্প সময়ের মধ্যেই অ্যাপল ডেইলি বিক্রি শেষ হয়ে যায়। এ ঘটনার পর পত্রিকাটি ৫ লাখ কপি ছাপা হয়, যেখানে অন্যান্য দিন ছাপা হতো ১ লাখ।

[৬] সমর্থকরা অভিনব পন্থা হিসেবে তার কাগজের শেয়ার কিনতে থাকে। এতে দুদিনে অ্যাপল ডেইলির মালিক নেক্সট ডিজিটাল লিমিটেডের শেয়ার সূচক পুঁজিবাজারে দেড় হাজার শতাংশ বৃদ্ধি পায়। ১৯৭ মিলিয়ন হংকং ডলার থেকে পত্রিকাটির বাজার মূল্য এখন দাঁড়ায় ২.৭৪ মিলিয়ন হংকং ডলারে।

[৭] ‘এক দেশ, দুই নীতি’র আওতায় ২০৪৭ সাল পর্যন্ত হংকংয়ের স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দিয়েছিলো বেইজিং। তবে গত বছর অঞ্চলটিতে ব্যাপক বিক্ষোভের মুখে আরোপিত এই আইনে চীন বিরোধী কার্যকলাপ, স্বাধীনতাকামী ও গণতন্ত্রপন্থী বিক্ষোভ, বিদেশি শক্তির সঙ্গে আঁতাত এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়