শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা সাতদিন কোভিড আক্রান্তে শীর্ষে ভারত, টপকে গেছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রকেও জানাল ‘হু’

রাশিদ রিয়াজ : [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, গত সাতদিন ধরে নতুন আক্রান্তের সংখ্যা ব্রাজিল ও যুক্তরাষ্ট্রকে অতিক্রম করে শীর্ষস্থানে রয়েছে ভারত। ৪ আগস্ট থেকে ১০ আগস্ট, এই সাতদিন বিশ্বের মোট আক্রান্তের ২৩ শতাংশের বেশি ও মোট মৃত্যুর ১৫ শতাংশের বেশি ভারতে ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া

[৩] ভারতে টানা চারদিন ধরে আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের বেশি বৃদ্ধির পর পরে মঙ্গলবার কিছুটা কমেছে। এই মুহূর্তে ভারতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৬৮ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে প্রথম এক লাখ আক্রান্তে পৌঁছতে সময় লেগেছিল ১১০ দিন। ১০ লাখ পেরতে সময় লাগে আরও ৫৯ দিন। ১০ লাখ থেকে ২২ লাখ অর্থাৎ ১২ লাখ আক্রান্ত বেড়েছে মাত্র ২৪ দিনে। টাইমস অব ইন্ডিয়া

[৪] ভারতে সুস্থ সংখ্যাও বাড়ছে। এই মুহূর্তে ভারতে ১৫ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। এই হার প্রায় ৭০ শতাংশ। মৃত্যুহার কমতে কমতে ২ শতাংশের নীচে নেমেছে। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী ভারতে মৃত্যুহার ১.৯৯ শতাংশ।

[৫] দেশটিতে ১০ লাখে নমুনা পরীক্ষার হার অবশ্য যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের থেকে কম। ভারতে প্রতি ১০ লাখে নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৩০০ জনের। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লাখে নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৮০৩ জনের। ব্রাজিলে এই সংখ্যাটা ৬২ হাজার ২০০।

[৬] কোভিডে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে থাকা ভারতে ৪ থেকে ১০ আগস্টের মধ্যে ৪ লাখ ১১ হাজার ৩৭৯ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে ৬২৫১ জন মারা যান। এই সময়ে আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট ৩ লাখ ৬৯ হাজার ৫৭৫ জন আক্রান্ত ও মানা গেছে ৭২৩২ জন। একই সময়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হন ৩ লাখ ৪ হাজার ৫৩৫ জন। মারা যান ৬৯১৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়