শিরোনাম

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে মালিক বিহীন ২০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ: [২]কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মালিক বিহীন ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাতে হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া জেলেঘাট বাজার এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

[৩] টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের নোয়া জেলেঘাটা বাজার এলাকা থেকে মটর সাইকেলযোগে ইয়াবার একটি চালান পাচার হতে পারে।এমন সংবাদের ভিত্তিতে লেদা বিওপির একটি বিশেষ টহলদল জেলে ঘাট বাজারে অস্থায়ী একটি চেকপোস্ট স্থাপন করে সকল যানবাহণ তল্লাশীতে নিয়োজিত হয়।

[৪] পরে মটর সাইকেলযোগে একজন আরোহী বিজিবির চেকপোস্ট দেখে আরোহী মটর সাইকেলটি ইউটার্ন করে বাজার ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদলের সন্দেহ হওয়ায় উক্ত মটর সাইকেলেরর পিছনে ধাওয়া করে। এক পর্যায়ে মটর সাইকেল আরোহী একটি প্যাকেট রাস্তায় ফেলে বাজারের দিকে পালিয়ে যায়।পরে টহলদল ইয়াবা কারবারী ফেলে যাওয়া প্যাকেটটি উদ্ধার করে।

[৫] উদ্ধার প্যাকেটটি তল্লাশী করে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।ইয়াবা কারবারীকে আটকের নিমিত্তে বর্ণিত এলাকায় ও পাশ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়