শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের প্রথম কোভিড ভ্যাকসিন তৈরির ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন [২] জানালেন, তার এক মেয়ে এ ভ্যাকসিন নিয়েছেন

আসিফুজ্জামান পৃথিল: [৩] মঙ্গলবার রুশ কোম্পানি গ্যামেলিয়া রিসার্চের তৈরি করা ভ্যাকসিনটি ইতিহাসের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন হিসেবে নিবন্ধিত হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দিয়েছেন। ডয়েচে ভেলে।

[৪] মন্ত্রীদের সঙ্গে এক টেলি কনফারেন্সে পুতিন জানান, গ্যামেলিয়া ইন্সটিটিউটের তৈরি ভ্যাকসিনটি করোনাভাইরাসের বিরুদ্ধে টেকসই রোগপ্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। আরটি

[৫] পুতিন আরও বলেন, আমি আবারও বলতে চাই, আমরা পরীক্ষার সব প্রয়োজনীয় ধাপ অতিক্রম করেছি। সবচেয়ে বড় কথা হলো আমরা এই ভ্যাকসিনের সক্ষমতা যাচাইয়ে এবং নিরাপত্তা বিধানে সব ধরণের পদক্ষেপ নিয়েছি।

[৬] পুতিন জানিয়েছেন, সবার আগে যে কয়জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে, তার মধ্যে তার কন্যা রয়েছেন। তিনি জানান মেয়ে সুস্থ আছে। পুতিন বলেন, আমার মেয়েদের একজনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

[৭] ভ্যাকসিন নেবার পর পুতিনের মেয়ের সামান্য জ্বর এসেছে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পরেরদিনই তার জ্বর কমে যায়। দ্বিতীয় শট নেবার পর আবারও জ্বর আসে। সেটিও ভালো হয়ে যায়। পরে দেখা গেছে পুতিন কন্যার শরীরে বেশ ভালো পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

[৮] পুতিনের দুই মেয়ে। মারিয়া ও কাতেরিনা। এরমধ্যে কে ভ্যাকসিন নিয়েছে তা জানা যায়নি। রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং অন্য ঝুঁকিপূর্ণ পেশার ব্যক্তিদের সবার আগে এই ভ্যাকসিন দেয়া হবে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়