শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হংকংয়ে গ্রেফতারের পর জিমি লাইকের কোম্পানির শেয়ার দেড় হাজার শতাংশ বৃদ্ধি

রাশিদ রিয়াজ : [২] সোমবার মিডিয়া মোগল জিমি লাইকে গ্রেফতারের পর সমর্থকরা অভিনব পন্থা হিসেবে তার কাগজের শেয়ার কিনতে থাকে। এতে দুদিনে নেক্সট ডিজিটাল লিমিটেডের শেয়ার সূচক পুঁজিবাজারে দেড় হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্লুমবার্গ

[৩] পুঁজিবাজারে জিমি লাইকের কোম্পানির এধরনের মূল্য সূচক বৃদ্ধি গত ৭ বছরে সর্বোচ্চ। হংকংয়ের শেয়ার বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কোর প্যাসিফি-ইয়ামাইচির প্রধান গবেষক ক্যাস্টর প্যাং বলেন খুচরা বিনিয়োগকারীরা ব্যাপকভাবে জিমির কাগজের শেয়ার কিনেছে। পুঁজি বাজারে একক লেনদেনের দিকে তাকালে দেখা যাচ্ছে অধিকাংশই শেয়ার ক্রেতা খুচরা পর্যায়ের। এ লেনদেন আসলে জিমির গ্রেফতারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ।

[৪] অনলাইন ফোরামের মাধ্যমে জিমির কোম্পানির শেয়ার কিনতে ক্ষুদ্র প্রতিবাদি সমর্থকরা ঝাঁপিয়ে পড়েন। সেখানকার গণতন্ত্রপন্থী আন্দোলনের বিরুদ্ধে চীন ও হংকংয়ের কর্মকর্তারা সামাজিক দূরত্বের সীমাবদ্ধতা ও জাতীয় সুরক্ষা আইনের অধীনে জনসভা ও বিক্ষোভকে ঠেকাতে যাওয়ার পর কর্মীরা বিকল্পধারার প্রতিবাদের দিকে ঝুঁকছেন।

[৫] নেক্সট ডিজিটালের শেয়ার কিনের নেয়ার এধরনের প্রতিবাদের তত্ত্ব আর্থিকভাবে জিমিকে আন্দোলনের পক্ষে অবস্থান অব্যাহত রাখতে সাহায্য করছে। কোম্পানিটির ৭১ শতাংশ মালিকানা জিমির। এর বাজার মূলধন ৪৭ কোটি ৭০ লাখ ডলার।

[৬] একই সঙ্গে হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের কর্মীরা জিমির কাগজটি কেনার জন্যে রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন। এও প্রতিবাদের আরেক রুপ। ফলে পত্রিকাটি অতিরিক্ত সাড়ে ৫ লাখ কপি ছাপাতে হয়। অথচ দুই সপ্তাহ আগে পত্রিকাটি দিনে ছাপা হত ৭০ হাজার কপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়