শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে আটকে পড়া ২৬৮০ জনকে ফিরতে পশ্চিমবাংলা সরকারকে অনুরোধ ভারতের কেন্দ্রীয় সরকারের

রাশিদ রিয়াজ : [২] বাংলাদেশে আটকে পড়া ২৬৮০ জন ভারতীয়কে ঢুকতে দিচ্ছে না পশ্চিমবাংলা সরকার। কোভিড মোকাবেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ নিষেধাজ্ঞা থাকলেও ভারতরে কেন্দ্রীয় সরকার অনুরোধ জানিয়েছে মমতার সরকারকে তাদের দেশে ফিরে আসার সুযোগ দিতে। বাংলাদেশে যারা আটকে রয়েছেন তাদের বেশিরভাগই দিন মজুর। এনডিটিভি

[৩] মার্চ মাসের শেষের দিকে ভারত জুড়ে তড়িঘড়ি লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার। আগাম কোনও খবর ছাড়া ওই লকডাউন জারি হয়ে যাওয়ায় সেই সময় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গিয়ে আটকে পড়েন বহু ভারতীয়, তারপর থেকে আর দেশে ফেরা হয়নি তাদের। পশ্চিমাবাংলার এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগেও কেন্দ্র এই একই অনুরোধ করেছিল।

[৪] তিনি বলেন, ঢাকায় খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছি যে, পেট্রাপোল-বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকা দিয়ে ২,৩৯৯ জন ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসতে চাইছেন এবং আরও ২৮১ জন ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্ত দিয়ে রাজ্যে ফিরতে চাইছেন। পশ্চিমবাংলার মুখ্যসচিব রাজীব সিনহাকে একটি চিঠিতে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোড়াইস্বামী।

[৫] চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে আটকে পড়া পশ্চিমবঙ্গের মানুষ ‘স্কুলের বারান্দায় বা সাধারণ পার্কগুলিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং চরম দুর্দশায় জীবন কাটাচ্ছেন’। বেশিরভাগ মানুষই বাংলাদেশে নিজেদের আত্মীয়দের দেখতে গিয়েছিলেন।

[৬] ভারতের কেন্দ্রীয় সরকারের ওই চিঠি প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের এই অনুরোধ বিবেচনা করে দেখছে এবং তাদের ফেরাতে কী করা যায় তার পরিকল্পনা করছে। তিনি একথাও বলেন যে, তবে ভারতে ফেরার জন্য ট্রেনে ওঠার আগে এতদিন ধরে বাংলাদেশে আটকে পড়া ওই মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়টি কেন্দ্রীয় সরকারকে নিশ্চিত করতে হবে।

[৭] ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির রেলমন্ত্রণালয়কে একটি চিঠিতে বাংলাদেশ থেকে ওই মানুষদের ফিরিয়ে আনতে বিশেষ ট্রেন চালনার কথা বিবেচনা করার অনুরোধ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়