শিরোনাম
◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় মামলা

যশোর প্রতিনিধি: [২] অন্যনা সুলতানা মেঘনা (১৫) নামে এক স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। অপহৃত মেঘনা সদরের তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

[৩] সদর উপজেলার নিশ্চিন্তপুর বিশ^াসপাড়ার মৃত মহব্বত আলীর ছেলে অপহৃত স্কুল ছাত্রীর পিতা কামরুজ্জামান বাদি হয়ে রোববার রাতে কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৩/৪ জনকে আসামি করা হয়। আসামি হচ্ছে হৈবতপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মোনায়েম বিশ^াসের ছেলে ইশান আলী (২২)।

[৪] মামলায় উল্লেখ করা হয়েছে, তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। মেয়ে অন্যনা সুলতানা মেঘনা তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে লেখাপাড়া করে। স্কুলে যাওয়া আসার পথে ১ নং আসামি ইশান মেয়েকে উত্তক্ত করে ও প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি মেয়ে তাকে জানায়। মেয়ে আসামির প্রস্তাবে রাজি না হওয়ায় বিয়ের প্রলোভন দেয়।

[৫] গত ৬ আগস্ট সন্ধ্যায় মেয়ে ডাল কেনার জন্য বাড়ির পাশে মুদি দোকানে যাওয়ার জন্য বের হয়ে বাড়ির সামনে ইটের সোলিয়ং রাস্তায় পৌছুলে ১ নং আসামি ইশান অজ্ঞাত নামা অন্যান্য আসামিদের সহযোগিতায় মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে অপহরণ করে বারি নগর বাজারের দিকে নিয়ে যায়। কামরুজ্জামান মেয়েকে খোজাখুজি করে উদ্ধারের চেষ্টা করে না পেয়ে থানায় মামলা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়