লিহান লিমা: [৩] গত সপ্তাহে বৈরুতের বন্দরে অবহেলাজনিত বিস্ফোরণের পর থেকেই টানা ৫ দিন ধরে বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগের দাবি করছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন প্রায় ৭২৮ জন। আল জাজিরা।
[৪] গণবিক্ষোভের মুখে সোমবার লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকার জনগণের আকাঙ্খার সঙ্গে কাজ করতে ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগের কিছুক্ষণ পরই পরিবেশ মন্ত্রী দামিয়ানোস কাত্তার ও আইনমন্ত্রী মেরি ক্লড পদত্যাগ করেন। ১২৮ জন পার্লামেন্টের সদস্যের মধ্যে পদত্যাগ করেছেন ৯ এমপি। পদত্যাগ করছেন সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন দেশে থাকা রাষ্টদূতরা।
[৫] যদি ২০ জন মন্ত্রীর মধ্যে ৭ জন পদত্যাগ করেন তবে ক্যাবিনেট স্বয়ংক্রিয় ভাবে অকার্যকর হয়ে পড়বে এবং তত্ত্বাবধায়ক সরকারকে দায়িত্ব নিতে হবে। লেবাননের বর্তমান সরকারের পেছনে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ ও তার মিত্রদের সমর্থন রয়েছে।
[৬] গত মঙ্গলবারের ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২০ এ দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন ১১০জন, আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ, ৩ লাখ গৃহহীন হয়েছেন।
[৭] বিস্ফোরণের পর জাতিসংঘ ও ফ্রান্সের নেতৃত্বে একটি ভার্চুয়াল ডোনার সম্মেলনে আন্তর্জাতিক নেতারা লেবাননের জন্য প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তার আবেদন করেছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলেছে, বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের ধাক্কা কাটাতে তারা লেবাননকে সাহায্য করবে। সম্পাদনা: ইকবাল খান