শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঁচ মোরগ মুক্তি দিয়ে হাঁফ ছেড়ে বাঁচল পাকিস্তান পুলিশ

রাশিদ রিয়াজ : [২] পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি থেকে ৮ মাস আগে নিষিদ্ধ মোরগ লড়াইয়ের আসর থেকে ২৪ জন ব্যক্তিকে গ্রেফতারের সঙ্গে পাঁচটি মোরগ বাজেয়াপ্ত করে পুলিশ। এর পরে আদালতে মামলা চললে ধৃতরা একে একে জামিন পেয়ে গেলেও কেউই ওই মোরগের একটিরও মালিকানা দাবি করেনি। ফলে প্রায় আট মাস ধরে পাঁচটি মোরগ পুষে যেতে হয়েতে পুলিশকে। অবশেষে মিলেছে মালিকের খোঁজ। তাঁর হাত মোরগগুলি সঁপে দিয়ে মুক্তি পেয়েছে পুলিশ। দি ওয়াল

[৩] পাকিস্তানের গ্রামঞ্চলে মোরগ লড়াই খুবই জনপ্রিয়। কিন্তু তা অবৈধ কারণ, এই লড়াইয়ের উপরে বাজিও ধরা হয়। আইন অনুসারে, প্রকাশ্যে বাজি ধরা বা জুয়া খেলা হলে অভিযুক্তদের এক বছরের কারাবাস ও ৫০০ টাকা জরিমানার সংস্থান রয়েছে।

[৪] মোরগগুলির দেখাশোনার জন্য পাকিস্তান পুলিশ কর্তৃপক্ষের কোনও আলাদা ফান্ড না থাকায় কর্মীদের নিজেদের পকেট থেকেই পয়সা খরচ করতে হয়। রোজ শ’খানেক টাকার খাবারই লাগত পাঁচ মোরগের। তাদের উপরে নজর ও দেখভালের জন্য দায়িত্ব ছিল এক কর্মকর্তার ওপর। কোনও মোরগ অসুস্থ হলে তার চিকিৎসা থেকে অন্য পশুর আক্রমণ সব থেকেই বাঁচিয়ে রাখতে নজরদারি রাখতে হত। কুকুর-বিড়াল খেয়ে না নেয় তার জন্যও রীতিমতো তটস্থ থাকতে হত। লকআপ বা মালখানায় নয়, খোলা জায়গায় দড়ি দিয়ে বেঁধে রাখতে হত মোরগগুলিকে। পাছে তাদের কোনও কষ্ট হয় তাই।

[৫] সিন্ধ প্রদেশের ঘোটকির বাসিন্দা জাফর মীরানি আদালতে দাবি জানায় ওই পাঁচ মোরগ তাঁর। মোরগগুলি ফিরে পাওয়ার আর্জি জানান তিনি। আদালতকে তিনি বলেন, করাচিতে কাজে আটকে পড়েছিলেন বলে এতদিন আসতে পারেননি। অবশেষে আদালতের নির্দেশে পুলিশ দাবিদারের হাতে মোরগগুলি তুলে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়