শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতারণা করে প্রেম- তারপর বিয়ে, নববধূর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

তৌহিদুর রহমান : [২] রোববার দুপুরে স্বামী মুক্তারের আত্মীয় বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এ ঘটনায় পিংকির চাচা আবদুন নূর বাদি হয়ে সোমবার স্বামী মুক্তার সহ ৩ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ স্বামী মুক্তার (২৪) কে গ্রেপ্তার করেছে। পিংকির বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার বনগ্রাম গ্রামে। সে বনগ্রামের আবদুস সালামের মেয়ে। পিংকী হবিগঞ্জের একটি কলেজ থেকে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে।

[৩] পিংকির পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, সরাইল উপজেলার বেপারী পাড়ার নছর মিয়ার ছেলে মুক্তার দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা সদরে ফার্নিচারের দোকানে নকশা মিস্ত্রীর কাজ করতো। ৪ বছর আগে মুক্তার বিয়ে করে। তার আড়াই বছর বয়সী একটি ছেলে রয়েছে। প্রথম বিয়ের কথা গোপন করে মুক্তার প্রেমের সম্পর্ক গড়ে তুলে কলেজছাত্রী পিংকির সাথে।

[৪] এরপর নোটারী পাবলিক কার্যালয়ে গিয়ে ৫ লাখ টাকা মোহরানায় বিয়ে করে তারা।

[৫] মুক্তার পিংকিকে নিয়ে যায় সরাইলের বড্ডা পাড়ায় তার বড় ভাই নজরুল ইসলামের শ্বশুর বাড়িতে। রোববার সকালে পিংকি জানতে পারে মুক্তার বিবাহিত ও তার একটি ছেলেও আছে। এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে সে। রোববার দুপুরে গলায় ফাঁস দিয়ে পিংকি আত্মহত্যা করে। পিংকিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় মুক্তার।

[৬] কর্তব্যরত চিকিৎসক পিংকিকে মৃত ঘোষণা করেন। সোমবার পিংকির চাচা আব্দুন নূর বাদি হয়ে মুক্তার হোসেন, তার বড় ভাই আক্তার হোসেন ও ভাবী মুন্নি বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামী করে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। পিংকির চাচা আব্দুন নূর বলেন, তথ্য গোপন করে পিংকির সাথে প্রেম ও ফুসলিয়ে তাকে বিয়ে করে মুক্তার। মুক্তারের স্ত্রী সন্তানের খবর জেনে ক্ষোভে লজ্জায় ও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে পিংকি। পিংকির মৃত্যুর জন্য মুক্তার ও তার পরিবারের অন্য সদস্য ও তাদেরকে আশ্রয়দাতারাই দায়ী।

[৭] এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ মঞ্জুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে পিংকির লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় পিংকির চাচা বাদি হয়ে স্বামী মুক্তারসহ ৩ জনকে আসামী করে থানায় মামলা করেছেন। স্বামী মুক্তারকে গ্রেফতার করে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। সে প্রথম বিয়ের কথা গোপন করে প্রতারণা করে পিংকিকে বিয়ে করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়