শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইনজীবী আরিফুল হাসানসহ তিনজনের নাম উল্লেখ করে ১২ জনকে আসামি করে মামলা করলেন ইউএনও

বকরগুণা প্রতিনিধি: [২] রোববার (৯ আগস্ট) বিকেলে আমতলী থানায় সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ এনে মামলাটি করেছেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন।

[৩] মামলায় আরিফ ও তার সহকারী রায়হানকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে সন্ধ্যায় দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলা আইনজীবী সমিতি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আরিফের মুক্তি দাবি করেছে।

[৪] এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, অ্যাডভোকেট আরিফুল হাসান সম্পূর্ণ নির্দোষ। স্থানীয় রাজনীতির একটি পক্ষের চক্রান্তের শিকার তিনি। মামলায় যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে সে ঘটনার ভিডিওচিত্র আমরা দেখেছি। তাতে আরিফের কোনো ত্রুটি আমরা দেখিনি। বরং ইউএনও মনিরা পারভীন তাকে অশালীন ভাষায় গালিগালাজসহ মারমুখী অবস্থায় ছিলেন। এটি ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।

[৫] এ বিষয়ে অ্যাডভোকেট আরিফুল হাসানের বাবা আমতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এমএ কাদের মিয়া জানান, তার ছেলে নির্দোষ। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আরিফ তার এক বন্ধুকে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আমতলী লঞ্চে এগিয়ে দিতে গেলে ইউএনওর সঙ্গে দেখা হয়। এসময় সে ইউএনওকে ছালাম দেয়। ইউএনও ছালাম না নিয়ে বলেন, ‘আমার বিরুদ্ধে মানববন্ধন করিস’ একপর্যায়ে আরিফকে অশালীন ভাষায় গালিগালাজ করেন ইউএনও মনিরা পারভীন। এ নিয়ে বাগবিতণ্ডা হলে ইউএনও তাকে পুলিশে সোপর্দ করেন।

[৬] তিনি বলেন, আমরা ন্যায়বিচারের জন্য যাদের কাছে যাবো তারাই যদি এমন প্রভাবিত হয়ে মিথ্যা মামলা করেন তখন আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকে না।।

[৭] এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন বলেন, আমার ওপর হামলা হয়েছে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে ন্যায়বিচারের জন্য মামলা করেছি। আমি চাইলে ক্ষমতার অপব্যবহার করে মোবাইল কোর্টে তাদের সাজা দিতে পারতাম। আমার ওপর হামলার ঘটনায় আমি ন্যায়বিচার প্রার্থনা করি।

[৮] এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘আমি জেনেছি ইউএনও মনিরা পারভীনকে সরকারি কাজে বাধা দেয়া হয়েছে। তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে এবং তাকে আহত করা হয়েছে। এ ঘটনায় ইউএনও ব্যক্তিগতভাবে আমতলী থানায় মামলা করেছেন। একজন ইউএনওর সঙ্গ এমন ঘটনা ঘটে থাকলে তা অপরাধ। বিষয়টি আমরাও খতিয়ে দেখছি।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়