শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে বিলে গোসলে নেমে কচুড়িপানায় আটকে যুবকের মৃত্যু

মো. মনিরুজ্জামান,কালিয়াকৈর প্রতিনিধি: [২] গাজীপুরের কালিয়াকৈরে বিলে গোসল করতে নেমে ১২ বছর বয়সের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলায় আটাবহ ইউনিয়নের জালশুকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ (১২) বাড়ইপাড়া আজিজ মিয়ার বাসায় তার মা এবং খালার সাথে থাকত। স্থানীয় এক মাছের আড়তে কাজ করত আকাশ।

[৩] ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার দুপুরে দুই বন্ধু গোসল করার জন্য নিজ বাসভবন থেকে জালশুকা ঘাটাখালি ব্রীজে আসে। এসময় একটি ছেলে গাছ থেকে লাফ দিয়ে পানির স্রোতে পড়ে আর পারে আসতে পারেনি। পানির স্রোত তাকে ভাসিয়ে বিলে জমে থাকা কচুড়িপানার ভেতর নিয়ে যায়। [৪] এ সময় পাড়ে থাকা অপর বন্ধুর চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে এসে খোজখোজি করে। ততক্ষণে খবর পেয়ে উদ্ধার কাজে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ডুবুরী দল এসে উপস্থিত হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তিন ঘন্টা পর ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

[৫] কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কবীরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আকাশ নামের ১২ বছের এক ছেলে পানিতে পড়ে যায়। খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরী দল সেখানে পৌঁছে ছেলেটিকে উদ্ধার করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়